RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Highlights about RRB Group D Recruitment 2024
Name of the Organization | Railway Recruitment Board |
Job Location | Across India |
Job Role | Track Maintainer Grade-IV, Helper/Assistant, Assistant Post, Level-I posts |
Mode of Application | Online |
Qualification for RRB Group D | 10th pass |
Age Limit | 18 to 30 Years / 18 to 33 Years |
Selection Process | Computer Based Test (CBT 1) Physical Efficiency Test (PET) Document Verification and Medical |
Official Website | www.rrbcdg.gov.in |
RRB Recruitment 2024-এর বিস্তারিত তথ্য
নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে।
পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের Track Maintainer Grade-IV, Helper/Assistant ও Assistant Post পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : সব মিলিয়ে প্রার্থীদের মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।
বেতন কাঠামো : এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক কত টাকা বেতন দেয়া হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন।
বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : আবেদন করার জন্য বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত নথিগুলি প্রয়োজন হবে সেগুলি হল বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট।
RRB Recruitment 2024-এ আবেদনের পদ্ধতি
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করে দিলেই কাজ শেষ। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আবেদন মূল্য:
Category | Application Fee |
For GEN/OBC | Rs. 500/- |
For SC/ST | Rs. 250/- |
PWD/Women | Rs. 250/- |
Ex-Servicemen/Transgender | Rs. 250/- |
Minorities/Economically Backward | Rs. 250/- |