শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ।
পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্যের যে কোনো জায়গা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। গত ২৫ শে অক্টোবর থেকে এর জন্য অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনি যদি আবেদন করতে আগ্রহী থাকেন তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন আর জেনে নিন এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। নীচে এই নিয়োগের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানানো হয়েছে।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এখানে যে শূন্যপদে নিয়োগ করা হবে তা হল ডেটা এন্ট্রি অপারেটর।
নির্ধারিত বয়সসীমা:-
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সীমা হতে হবে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৬,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখাতে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও যে কোনো সরকারি বা বেসরকারি অফিসে মাইক্রোসফট ডেটাবেস ম্যানেজমেন্ট এর কাজের ২-৩ বছরের যোগ্যতা থাকতে হবে।
আবেদন করার পদ্ধতি:-
এক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তার জন্য এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে নিজের মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে। সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্ৰ্যাজুয়েশনে পাসের মার্কসীট ও সার্টিফিকেট, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর নিজের সিগানেচার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে তাহলেই আবেদন হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করার জন্য কোনো রকম লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতাতে প্রাপ্ত নম্বর ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
আবেদন করার শেষ তারিখ:-
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২৫ শে অক্টোবর ২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে। তাই এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন।
Official Notification : Download
Application Form : Download