পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 31। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. শিবপুরি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
A. উত্তরপ্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. কেরালা
D. আসাম
উঃ – মধ্যপ্রদেশ।
2. The Dark Room বইটি কার লেখা?
A. অনুযা চৌহান
B. আর কে নারায়ন
C. বিপিনচন্দ্র
D. কিশান মহারাজ
উঃ – আর কে নারায়ন।
3. ভারতীয় সংগীতের আদি গ্রন্থ কোনটি ?
A. ঋকবেদ
B. সামবেদ
C. যর্জুবেদ
D. অর্থববেদ
উঃ – সামবেদ।
4. পৃথিবীর জমজ গ্রহ কোনটি
A. বৃহস্পতি
B. শুক্র
C. বুধ
D. নেপচুন
উঃ – শুক্র।
5. নিচের কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে ?
A. ভিটামিন A
B. ভিটামিন B
C. ভিটামিন C
D. ভিটামিন D
উঃ – ভিটামিন A.
6. মঙ্গোলিয়াতে কোন মরুভূমি দেখা যায়?
A. কালাহারি
B. গোবি
C. আটাকামা
D. পাটাগোনিয়াম
উঃ – গোবি।
7. রাষ্ট্রপতি শপথ গ্রহণ কত নম্বর ধারায় বলা হয়েছে ?
A. 54
B. 159
C. 60
D. 280
উঃ – 60
8. গরমিল শব্দে কোন উপসর্গের ব্যবহার হয়েছে –
A. সংস্কৃত
B. বিদেশী
C. বাংলা
D. কোনটিই নয়
উঃ – বিদেশী
9. শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত তাকে বলে –
A. কৃৎ প্রত্যয়
B. শব্দ প্রত্যয়
C. তদ্ধিত প্রত্যয়
D. কোনটিই নয়
উঃ – তদ্ধিত প্রত্যয়
10. প্রত্যয় কত প্রকার ?
A. 1
B. 2
C. 3
D. 4
উঃ – 2
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE