পশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা যারা অষ্টম শ্রেণী পাস করে রয়েছেন তারাও এখানে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের জেলা আদালতে OFFICE OF THE DISTRICT JUDGE এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন তারপরে আবেদন করবেন।
পদের নাম ও শূন্য পদ :-
1.Upper Division Clerk
2.Lower Division Clerk
3. Seal Bailiff
4.Process Server
5.Group-D (Peon/Night-Guard/Farash)
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী Upper Division Clerk পদে আবেদন করতে ইচ্ছুক তাদের গ্ৰাজুয়েশন পাস করতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। Lower Division Clerk পদে এবং Seal Bailiff আবেদন করতে হলে মাধ্যমিক পাস করতে হবে। Process Server এবং Group-D পদে আবেদন করতে হলে আবেদনকারীদের অষ্টম শ্রেণী পাস করতে হবে।
বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।
বেতন :- Upper Division Clerk পদে পে লেভেল 9 অনুযায়ী 28,900 – 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। Lower Division Clerk পদে পে লেভেল 6 অনুযায়ী 22,700– 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। Seal Bailiff পদে পে লেভেল 6 অনুযায়ী 22,700– 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। Process Server পদে পে লেভেল 5 অনুযায়ী 21,000 – 54,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। Group-D (Peon/Night-Guard/Farash) পদে পে লেভেল 1 অনুযায়ী 17,000 – 43,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া :- যে যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে । এক্ষেত্রে প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করে পূরণ করতে হবে। সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন হয়ে গেলে আবেদন মূল্য জমা দিতে হবে এবং আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।
আবেদন মূল্য :-
1 Upper Division Clerk Rs.500/- SC/ST Rs.300/-
2 Lower Division Clerk Rs.300/-SC/ST Rs.200/-
3 Seal Bailiff Rs.300/-SC/ST Rs.200/-
4 Process-Server Rs.200/- SC/ST Rs.150/-
5 Group-D Rs.200/- SC/ST Rs.150/
আবেদনের শেষ তারিখ :– 24-Jun-2024 তারিখ।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY NOW: CLICK HERE