ন্যূনতম যোগ্যতায় 40 হাজার শূন্যপদে TCS কোম্পানিতে কর্মী নিয়োগ | TCS Recruitment 2024

By Sujit Roy

Updated on:

TCS Recruitment 2024 : সরকারি চাকরি করার ইচ্ছে প্রতিটি মানুষেরই থাকে। কিন্তু দুর্নীতির জেরে বর্তমানে ভারতবর্ষে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। তাই এইমুহুর্তে ভরসা শুধুমাত্র কোম্পানির চাকরি। আবার এমন অনেকে রয়েছেন যারা সরকারি চাকরির অপেক্ষা না করে কোম্পানিতে জব করার স্বপ্ন দেখেন। এইসমস্ত যুবক যুবতীদের জন্য একটি বড়ো সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা যেখানে ন্যূনতম যোগ্যতায় 40 হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে TCS।

TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস বর্তমানে ভারতের উল্লেখযোগ্য কোম্পানিগুলির মধ্যে একটি। অনেকের স্বপ্ন থাকে এই কোম্পানিতে চাকরি করবে। এবারে সেই স্বপ্ন হতে চলেছে সত্যি। চলতি অর্থবর্ষে মোট ৪০ হাজার ফ্রেশার্স নিয়োগের পরিকল্পনা করেছে টাটা কনসালটেন্সি সার্ভিস। শুধুমাত্র জুন কোয়ার্টারে TCS ৫৪৫২ জন কর্মী নিয়োগ করেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের মোট কর্মী সংখ্যা ৬ লাখ ৬ হাজার ৯৯৮।

সম্প্রতি TCS এর HR অফিসার মিলিন্দ লাক্কাড় জানিয়েছেন ‘ভারত প্রতিভার গন্তব্য, এবং অদূর ভবিষ্যতে এটি পরিবর্তন হবে না। ভারতীয় প্রতিভাদের বিষয়ে আমি খুবই আত্মবিশ্বাসী’। এছাড়াও তিনি চাকরিতে AI-এর প্রভাব এবং কর্মচারীদের বেতন নিয়ে নানান কথা জানিয়েছেন। তবে TCS-এর কর্মী নিয়োগের খবর ব্যাপকভাবে উৎসাহিত করেছে পড়ুয়া এবং IT কর্মীদের। তবে এবার অপেক্ষার পালা পরবর্তী কবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে TCS।

দেশে দিনের পর দিন বেড়ে চলেছে বেকারত্বের হার। এইসময় TCS-এর নিয়োগ বিজ্ঞপ্তি হাঁসি ফুটিয়েছে শিক্ষিত ছাত্র ছাত্রীদের মুখে। আর ফ্রেশারদের সুযোগ দেবে টিসিএস, এটা আইটি জগতে সবথেকে ভালো খবর। TCS এর মাধ্যমে কর্মজীবন শুরু করা নিঃসন্দেহে একটি ভালো সুযোগ। এখন দেখার পালা ভারতের শিক্ষার্থীরা এই সুযোগের লাভ ওঠাতে পারে কি না। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

ভান্ডার প্রকল্প ঠিক তেমনি কেন্দ্র সরকারেরও সর্বাপেক্ষা জনবহুল প্রকল্প হল কিষাণ সম্মান নিধি যোজনা। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ তথা আসাম ত্রিপুরা উড়িষ্যা সহ সমগ্র রাজ্যে এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন জনসাধারণ।

এতদিন ধরে কৃষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে ৬০০০ টাকা করে পেয়ে যেতেন নারী-পুরুষ নির্বিশেষে সর্বসাধারণ। তবে এবার এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হলো এবং ৮০০০ করে টাকা দেওয়া হবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই হয়তো কেন্দ্র সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হবে।

লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে কেন্দ্রের বাজেট। আর এই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামান প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কথা ঘোষণা করবেন বলে ধারণা। এই প্রকল্পে টেস্টের মাধ্যমে ২০০০ টাকা করে সরাসরি ব্যাংক একাউন্টে ঢুকে যায় সকলের। আবারো কিছুদিনের মধ্যে নতুন করে এই প্রকল্পের টাকা ঢুকতে চলেছে কিন্তু যারা এখনো এই প্রকল্পে আবেদন জানাননি তারা খুব তাড়াতাড়ি এই প্রকল্পে আবেদন জানাতে পারেন। এবার থেকে আবেদন জানালে ৬০০০ এর পরিবর্তে ৮০০০ করে টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংক একাউন্টে। তবে দেখার বিষয় এতদিন ধরে সমগ্র রাজ্যবাসীরা তথা কেন্দ্রে সাধারণ জনগণ 6000 করে টাকা পেয়ে যেতেন কিন্তু এই বাজেট পেশ হওয়ার পরে 8000 করে টাকা পাবে কিনা সেটাই এখন সবার দৃষ্টিগোচরে।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের চাকরির খবর ও প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment