এই সবেমাত্র দুদিন আগেই ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংক অর্থাৎ IDBI ব্যাংকের পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এরই আবার নতুন করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (SBI) পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একাধিক ধরনের শূন্যপদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় বেকার চাকরী প্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য বিশদে বর্ণনা করা হলো।
শূন্যপদ সম্পর্কিত বিবরণ
শূন্যপদের নাম:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (SBI) পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
১) এফ.এল.সি কাউন্সিলরস
২) এফ.এল.সি ডায়রেক্টরস
আবেদন পদ্ধতি:-
এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য SBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/web/careers অথবা https://www.sbi.co.in/web/careers এ প্রথমে ভিজিট করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে একে একে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
নির্ধারিত বয়সসীমা:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (SBI) অধীনে উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে বয়স হতে হবে সর্বনিম্ন ৬০ বছর থেকে সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে উক্ত শূন্যপদ দুটিতে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ন্যুনতম ৩০,০০০ টাকা থেকে সর্বাধিক ৫০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
উক্ত শূন্যপদ দুটির মধ্যে এফ.এল.সি কাউন্সিলরস পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে একজন অফিসিয়াল রিটায়ার্ড ক্লার্ক/SBI এর একজন Scale l বা তার উপরের একজন অফিসার/e-ABs/other PSBs/RRBs হতে হবে।
এফ.এল.সি ডায়রেক্টরস পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে SBI এর একজন Scale lll এবং Iv এর একজন অবসরপ্রাপ্ত অফিসার/e-ABs/other PSBs/RRBs হতে হবে।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
SBI এর পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২১ শে মার্চ ২০২৫ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE