মাত্র ৪৫ টাকা দিয়েই আপনি পাবেন ২৫ লক্ষ টাকা, LIC নতুন প্ল্যানে ঘুরবে আপনার মাথা | LIC Jeevan Anand Plan

By Sujit Roy

Updated on:

বর্তমান সময়ে ব্যাংক ও পোস্ট অফিসের পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা রয়েছে যেগুলি স্বল্প সময়ে দুর্দান্ত রিটার্ন দিয়ে থাকে। তবে সাধারণ মানুষের ভরসা শুধুমাত্র ব্যাংক ও পোস্ট অফিস। এর বাইরে মানুষ যদি কোন সংস্থার ওপর চোখ খুঁজে ভরসা করে থাকে সেটি হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ LIC অর্থাৎ Life Insurance Policy। এই সংস্থা ধনী থেকে দরিদ্র সমস্ত মানুষের জন্যই একাধিক প্লান নিয়ে হাজির হয় বারংবার।

আজকে আমরা লাইফ ইন্স্যুরেন্স পলিসির দুর্দান্ত একটি প্ল্যান নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনি মাত্র ৪৫ টাকা করে জমিয়ে পেতে পারেন ২৫ লক্ষ টাকা। শুনতে অবাক হলেও এটি সত্যি। কিভাবে পাবেন? কিভাবেই বা করবেন বিনিয়োগ? বিস্তারিতভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন এবং ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না।

আজকের প্রতিবেদনে আমরা এলআইসি যে প্ল্যানটি নিয়ে আলোচনা করব সেটি হল এলআইসি জীবন আনন্দ (LIC Jeevan Anand)। প্রথমেই জানিয়েছি যে এই প্ল্যানের আওতায় আপনি মাত্র ৪৫ টাকা করে বিনিয়োগ করে রিটার্ন পেতে পারেন ২৫ লক্ষ টাকা। তাহলে চলুন, বেশি দেরি না করে শুরু করা যাক এলআইসি জীবন আনন্দ পলিশির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা।

LIC Jeevan Anand Plan-এর সুবিধা ও কভারেজ

পলিসির সুবিধা : এলআইসি জীবন আনন্দ প্ল্যান হল একটি লং টার্ম ইন্সিওরেন্স প্ল্যান। এই পলিসির আওতায় আপনি কোন কর ছাড়ের সুবিধে পাবেন না। পলিসি চলা কালীন হোল্ডারের মৃত্যু হলে নমিনি করা ব্যক্তিটি এই ইনসিওরেন্স প্ল্যানের কভারেজের টাকা পাবেন। এই প্ল্যানে বোনাসের সুবিধাও রয়েছে। বোনাসের সুবিধা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নূন্যতম ১৫ বছরের জন্য এই প্ল্যানটিকে বেছে নিতে হবে।

পলিসির কভারেজ : এই পলিসিতে দৈনিক ৪৫ টাকা জমা করলে বছরে আপনার জমা করা রাশির পরিমাণ হবে ১৬,৩০০ টাকা। অর্থাৎ ৩৫ বছরে আপনার জমা করা রাশির পরিমাণ ৫ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা। শেষে আপনি ৮ লক্ষ ৬০ হাজার টাকার রিভিশনারি বোনাস এবং ১১ লক্ষ ৫০ হাজার টাকার চূড়ান্ত বোনাস পাবেন। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment