আবারো সরকারি কর্মীদের DA ও বেতনের পরিমাণ বাড়ছে, কবে থেকে পাবেন জেনে নিন | WB Govt Job Employee

 দোল উৎসবের আগেই সকল সরকারি কর্মীদের জন্য বিশাল বড়ো খুশির আপডেট শোনা গেল। খুব শীঘ্রই সকল সরকারি কর্মীদের আরও একবার DA এর পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। আর তার ফলে তাদের বেতনের পরিমাণ এক লাফে অনেকখানি বেড়ে যাবে। এই খবর শোনা মাত্রই যে সরকারি কর্মীদের মন আনন্দে আত্মহারা হয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

বকেয়া DA মেটানো নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে সরকারের বিরোধ দীর্ঘদিনের। কবে যে এই বিরোধের নিষ্পত্তি ঘটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য DA এর পরিমাণ কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মীদের অপেক্ষায় অনেকটাই কম। আগের বাজেট অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৪ শতাংশ হারে DA পাচ্ছিলেন। তারপর ২০২৪ এর বাজেটে তাদের DA এর পরিমাণ আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে বর্তমানে তারা ১৮ শতাংশ DA এর সুবিধা ভোগ করছেন। তবে এত সবের পরেও রাজ্য সরকারি কর্মীদের দাবি একটাই যে তাদেরকেও কেন্দ্রীয় হারে DA দিতে হবে। আর যতদিন পর্যন্ত না তাদের সেই দাবি পূরণ করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

তবে আজকের প্রতিবেদনে আমরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মীদের DA এর পরিমাণ বৃদ্ধি করা নিয়ে আলোচনা করবো। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রতি বছর দুবার করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA এর পরিমাণ বৃদ্ধি করা হয়। একবার হোলির সময় এবং আর একবার দীপাবলীর সময়। চলতি মাসের ১৫ তারিখেই সারা দেশ জুড়ে পালিত হবে ২০২৫ এর হোলি উৎসব। আর হিসেব অনুযায়ী তার আগেই কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মীদের DA এর পরিমাণ বাড়ানো নিয়ে কোনো বড়সড় আপডেট শোনা যেতে পারে বলে সরকারি কর্মী মহলের অনেকেই আশা করছেন। 

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে DA এর সুবিধা লাভ করছেন। আর এবারে তাদের DA এর পরিমাণ আরও ৪ শতাংশ বাড়ানো হলে তাদের মোট প্রাপ্য DA এর পরিমাণ হবে ৫৭ শতাংশ। শুধু তাই নয় অন্যদিকে অষ্টম পে কমিশন চালু করা নিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে। আর ২০২৬ শুরু হওয়ার আগেই এই অষ্টম পে কমিশন কার্যকর হয়ে যাবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

অষ্টম পে কমিশন কার্যকর হলে সারা ভারতের মোট ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মী ও ৬৫ লক্ষ কেন্দ্রীয় সরকার অধীনস্থ পেনশন ভোগীরা তার সুবিধা লাভ করতে পারবেন। অন্যদিকে যত দিনে দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ততই রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য DA এর অন্তর ক্রমশ বাড়ছে। আর তার জেরে স্বাভাবিক ভাবেই ক্রমশ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মনে আক্রোশ বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রবল আক্রোশ থেকে তারা ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন আর তা কতখানি ভয়ঙ্কর হবে তা নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *