পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 51) | WB Gram Panchayat Preparation Practice Set-51

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 51। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. কার রাজত্বকালে ‘জবত’ ভূমি ব্যাবস্থার প্রচলন হয় ?

A. আলাউদ্দিন খলজী
B. শেরশাহ
C. আকবর
D. শাহাজাহান

Ans – আকবর।

2. তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয় ?

A. ডুয়ার্স
B. তরাই
C. তাল
D. দিয়ারা

Ans – তরাই।

3. রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার জন্য চার্জ গঠন করতে পারে ?

A. সংসদের যে কোন একটি কক্ষে
B. সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে
C. সংসদের উচ্চকক্ষে
D. জনগণের কক্ষে

Ans – সংসদের যে কোন একটি কক্ষে ।

4. টিউব ফিট কোন প্রানীর গমন অঙ্গের নাম ?

A. তিমি
B. অ্যামিবা
C. তারামাছ
D. ইউগ্লিনা

Ans – তারামাছ।

5. সিয়াচেন হিমালয় নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?

A. পিরপাঞ্জাল
B. শিবালিক
C. কারাকোরাম
D. জাস্কার

Ans – কারাকোরাম।

6. ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটি কে লেখেন ?

A. জহরলাল নেহরু
B. অরবিন্দ ঘোষ
C. আবুল কালাম আজাদ
D. রাজেন্দ্র প্রসাদ

Ans – আবুল কালাম আজাদ ।

7. কোন নদীর উপর মুকুট মনিপুর বাঁধ অবস্থিত ?

A. কংসাবতী
B. সুবর্ণরেখা
C. বরাকর
D. দ্বারকেশ্বর

Ans – কংসাবতী।

8. লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হন ?

A. লর্ড ডাফরিন
B. লর্ড উইলিংডন
C. লর্ড ওয়াভেল
D. লর্ড রিডিং

Ans – লর্ড উইলিংডন।

9. রাজ্যগুলির মধ্যে বিরোধী সুপ্রিম কোর্টে আসে যার অধীনে ?

A. পরামর্শ এলাকা
B. মূল এলাকা
C. আপিল এলাকা
D. উপরের কোনটিই নয়

Ans – মূল এলাকা

10. বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে ?

A. লবঙ্গ
B. শাল
C. বাবলা
D. রবার

Ans – লবঙ্গ।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment