জনধন যোজনায় ১০,০০০ টাকার সথে ১ লাখ ৩০ হাজার টাকার বীমাও পাবেন, এইভাবে সুবিধা নিন | Jan Dhan Yojana 2024

Jan Dhan Yojana : ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছেন দেশের সাধারণ মানুষের জন্য। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PM Jan Dhan Yojana)। এই যোজনার আওতায় দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের সুবিধা কি? কারা উপভোগ করতে পারবেন এই প্রকল্পের সুবিধা? আবেদন করার জন্য কি কি নথির প্রয়োজন? কিভাবেই বা করবেন আবেদন? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

Jan Dhan Yojana-র সুবিধা

এই যোজনার আওতায় দেশের সাধারণ মানুষেরা জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। এই যোজনার আওতায় ১০,০০০ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রেও এই প্রকল্পের আওতায় ৩০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায়। এই স্কিমের অধীনে ১০,০০০ পর্যন্ত ওভারড্রাফটের সুবিধাও রয়েছে। এই প্রকল্পের আওতায় সাধারণ নাগরিকও ক্রেডিট কার্ড, বীমা, পেনশন, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটের মতো বিভিন্ন সুবিধা পাবে।

কারা পাবেন এই সুবিধা?

এই প্রকল্পের সুবিধা পাবার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। বয়স ১৮ বছরের কম হলে অভিভাবকের সাথে জয়েন্ট একাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রার্থীর বয়স অবশ্যই ৬৫ বছরের মধ্যে হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র ও আবেদনের পদ্ধতি

এই প্রকল্পে আবেদনের জন্য আধার কার্ড, আয়ের শংসাপত্র ও কর্মসংস্থান সার্টিফিকেট প্রয়োজন। এবার আসা যাক কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে। এই প্রকল্পে আবেদনের জন্য প্রথমে প্রার্থীদের নিকটবর্তী ব্যাংকে অথবা শাখা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি অ্যাড করে জমা করলেই কাজ শেষ। আবেদনকারী কোনও ঝামেলা ছাড়াই এই জন ধন অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। সরকার কর্তৃক ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধাও পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment