পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 39। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. শব্দ তরঙ্গ কে বহন করে নিম্নের কোনটি?
A. কর্টিযন্ত্র
B. কর্ণকুহর
C. কর্ণপটহ
D. ককলিয়া
Ans – কর্ণকুহর।
2. ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোন জিনটি?
A. অনকোজিন
B. স্ট্রাকচারাল জিন
C. জাম্পিং জিন
D. কোনটিই নয়
Ans – অনকোজিন।
3. কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
A. বিপাশা
B. চেনাব
C. ইরাবতী
D. শতদ্রু
Ans – চেনাব।
4. কোন বছরে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল ?
A. 1773
B. 1878
C. 1784
D. 1909
Ans – 1784
5. My Country My Life এটি কার আত্মজীবনী?
A. উইনস্টন চার্চিল
B. গ্ৰেম প্লোক
C. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D. এল কে আডবানি
Ans – এল কে আডবানি।
6. সিঙ্কোনা উদ্ভিদের কোন অংশে কুইনাইন পাওয়া যায়?
A. মূল
B. ফল
C. বীজ
D. ছাল
Ans – ছাল।
7. ভারতের দীর্ঘতম উপনদী কোনটি?
A. বিপাশা ই
B. গঙ্গা
C. গোদাবর
D. যমুনা
Ans – যমুনা।
8. কোষ প্রাচীর নিম্নে যে কোষে অনুপস্থিত?
A. ব্যাকটেরিয়া
B. উদ্ভিদ
C. ছত্রাক
D. মানুষ
Ans – মানুষ।
9. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
A. সংগীত
B. পরিবেশ
C. গণিত
D. সাংবাদিকতা
Ans – সাংবাদিকতা।
10. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র অনুভব করা যায় ?
A. পশ্চিমবঙ্গ
B. মেঘালয়
C. কেরালা
D.রাজস্থান
Ans – মেঘালয়।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE