BECIL এর তরফ থেকে MTS ও DEO সহ আরো বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি জারি

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। BECIL (Broadcast Engineering Consultants India Limited) এর তরফে প্রায় 18 টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন তারপরে আবেদন করবেন।

পদের নাম :-
1.Technical Assistant ENT :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 2 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের B.Sc ডিগ্ৰি পাশ করতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,710 টাকা।

2. Jr. Physiotherapist :- এই পদের মোট 3 টি শূন্য পদ রয়েছে। যোগ্যতা হতে হবে Physiotherapy তে ডিগ্ৰি পাশ। প্রতি মাসে বেতন দেওয়া হবে 25,000 টাকা।

3.MTS :- এই পদে মোট শূন্য পদ রয়েছে 145 টি। নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 18,486 টাকা।

4. DEO :- এই পদের জন্য মোট 100 টি শূন্য পদ রয়েছে। যে সকল প্রার্থী আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কম্পিউটার নলেজ থাকতে হবে। টাইপিং স্পিড থাকতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 22,516 টাকা।

5. PCM :- এই পদে মোট শূন্য পদ রয়েছে 10 টি। যে সকল প্রার্থী আবেদন করবে তাদের লাইফ সাইন্সে ব্যাচেলার ডিগ্ৰি পাশ করতে হবে। এছাড়া কোন হসপিটালে নূন্যতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 30,000 টাকা।

6. Radiographer :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 32 টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,710‌ টাকা।

7. Technologist :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 37 টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে 22,516 টাকা।

8. Pharmacist :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 15 টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে 24,440 টাকা।

বয়স :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে BECIL এর https://becilregistration.in/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ :- 19/06/2024

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment