পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 15) | WB Gram Panchayat Preparation Practice Set-15

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 15। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

∆. Rh ফ্যাক্টর আসলে হল –

A ভাইরাস
B. অ্যান্টিজেন
C. অ্যান্টিবডি
D. শর্করা

উঃ অ্যান্টিজেন

∆. রক্ষী কোশের কাজ কি ?

A. সালোকসংশ্লেষ নিয়ন্ত্রণ
B. বাষ্পমোচন নিয়ন্ত্রণ
C. পত্রমোচনে সাহায্য করা
D. রসের উৎস স্রোতে সাহায্য করা।

উঃ সালোকসংশ্লেষ নিয়ন্ত্রণ

∆. মানুষের দেহের পিত্তরস কি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে –

A. কার্বোহাইড্রেট
B. ফ্যাট
C. প্রোটিন
D. সবকটি

উঃ ফ্যাট

∆. ট্রাকিয়া নিম্মের যে প্রানীর শ্বাসঅঙ্গ –

A. কেঁচো
B. চিংড়ি
C. আরশোলা
D. রুইমাছ

উঃ আরশোলা

∆. নিম্মের কোনটি খাদ্যের উপাদান নয়?

A . ভিটামিন
B. প্রোটিন
C. খনিজ
D. হরমোন

উঃ হরমোন

∆. মানুষের রক্ত

A. আম্লিক
B. সামান্য ক্ষারীয়
C. প্রশম
D. কোনটিই নয়।

উঃ সামান্য ক্ষারীয়

∆. কোন স্তন্যপায়ীর হৃদস্পন্দন সবথেকে কম ?

A . হাতি
B. নীল তিমি
C. গন্ডার
D. ইঁদুর

উঃ নীল তিমি

∆. মানবদেহে যে অংশে ভিটামিন B কমপ্লেক্স তৈরি হয় ?

A. অন্ত্রে
B. বৃক্ক
C. ফুসফুস
D. হৃদপিণ্ড

উঃ অন্ত্রে।

∆. শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল

A. 10 দিনরও কম
B. 20-30 দিন
C. 2-3 মাস
D. প্রায় 4 মাস

উঃ 10 দিনরও কম

∆. খাদ্য প্রধানত হজম হয় নিম্নের যে অংশে

A. যকৃতে
B. ক্ষুদ্রান্তে
C. বৃহদন্তে
D. মুখে

উঃ ক্ষুদ্রান্তে

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment