ICDS Supervisor নিয়োগ মামলায় বড় ঘোষণা- জানুন বিস্তারিত | ICDS Supervisor New Update

ICDS সুপারভাইজার নিয়োগ নিয়ে বিশাল বড় একটি আপডেট উঠে এসেছে। শেষ আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে। যেখানে মোট শূন্য পদ ছিল ৩৪৫৮টি। কিন্তু এখানে বিশাল বড় একটি অনিয়মের অভিযোগ উঠে এসেছিল। কেন্দ্র সরকারের ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বরের একটি নির্দেশ নামা ছিল যেখানে বলা হয়েছিল মোট শূন্য পদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতের মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ৪২২টি শূন্য পদ রেখে বাকি ৩০৩৬ শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। নিয়ম লঙ্ঘন হাওয়ায় বেশ কিছু অঙ্গনওয়াড়ি কর্মী রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন।


অবশেষে এই মামলার শুনানি হয় এবং ২০২৩ সালে ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের তরফ থেকে 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নির্দেশ অমান্য করে রাজ্য সরকার একইভাবে নিয়োগ প্রক্রিয়া চালু রাখেন। এরপর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের পরীক্ষা নেওয়া হয় যেখানে ১১৫২ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। এরপর তাদের ভাইবাতে ডাকার কথা থাকলেও রাজ্য সরকার চ্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখেন। পরবর্তীতে আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন 200 জন মেধা তালিকায় থাকা প্রার্থী।

এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২০২৪ সালে ১৩ জানুয়ারি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। এরপর আর বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলাটি উঠে যেখানে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী 50% আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সুপারভাইজারের পদোন্নতির মাধ্যমে নিয়োগের আরজি জানানো হয়।

এরপর রাজ শেখার মানথারই ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে নিয়োগের কথা বলা হয় যেখানে ৩৪৫৮ শূন্যপদের মধ্যে ১৭২৯ জনকে নিয়োগ করতে হবে বলে জানানো হয়।

গত ১২ ই এপ্রিল ৪০৯ জনকে প্রমেশনের ভিত্তিতে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে পরবর্তীকালে আরো ১১৫২ জনের মেধা তালিকা পরবর্তীকালে প্রকাশ করা হবে। বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়াটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে তাই আগামী ছয় সপ্তাহের মধ্যে এর হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। সমস্ত আপডেটটি বিশ্বস্ত ওয়েবসাইট সূত্র মারফত নেওয়া হয়েছে।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment