প্রত্যেক বেকারদের মাসে মাসে ১৫,০০০ টাকা করে দেওয়া হবে, আবেদন করলেই পাবেন | Reliance Internship Recruitment

By Sujit Roy

Published on:

প্রত্যেক বেকারদের মাসে মাসে ১৫,০০০ টাকা করে দেওয়া হবে, আবেদন করলেই পাবেন।

বেকার চাকরী প্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর। রিলায়েন্স নিয়ে এসেছে আমাদের দেশের বেকার যুবক যুবতীদের জন্য এক দারুণ সুযোগ। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপে অংশগ্রহণ করে আপনি মাসিক ১৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন। ভারতের ক্রমবর্ধমান বেকারত্বের হার হ্রাস করতেই রিলায়েন্স এর এই বিশেষ উদ্যোগ। সারা দেশের যে কোনো জায়গা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। তাহলে এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদন করার আগে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রিলায়েন্স কোম্পানি তার অধীনস্থ রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং ইন্টার্ন পদে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘ ১৭ বছর আগে অর্থাৎ ২০০৭ সালে গড়ে ওঠা রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড আমাদের দেশের ক্রমশ বেড়ে চলা বেকারত্বের হার কমাতে এই উদ্যোগ টি নিয়েছে।

আমাদের দেশে শিক্ষিত দের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে পুঁথিগত শিক্ষায় শিক্ষিতের হার বাড়লেও তাদের অধিকাংশের মধ্যেই প্রযুক্তি বিদ্যার অভাব রয়েছে। ফলত তারা বারবার বড়ো প্রাইভেট সংস্থায় কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। সেই কারণেই রিলায়েন্স কোম্পানি সেই সকল প্রযুক্তি বিদ্যা না জানা বেকার যুবক যুবতীদের প্রযুক্তি গত বিদ্যায় পারদর্শী করে তুলতে এই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং এর ব্যবস্থা করেছে। শুধু তাই নয় সেই সঙ্গে যাতে তাদের আর্থিক সাহায্য হয় তাই প্রশিক্ষণ চলাকালীন তাদের প্রত্যেককে স্টাইপেন্ড দেওয়ার ও ব্যাবস্থা করেছে। এছাড়াও প্রত্যেক প্রশিক্ষন কারীকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও প্রদান করবে রিলায়েন্স কোম্পানি।

ইন্টার্নশিপের সময়সীমা ও স্টাইপেন্ডের পরিমাণ:-

রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং ইন্টার্ন পদে ৩ মাসের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষন কারীকে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রয়োজনীয় যোগ্যতা:-

রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং ইন্টার্ন পদে ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যেমন –

১) আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

২) দক্ষতা থাকার পাশাপাশি আবেদনকারীদের সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আগ্ৰহ থাকাটাও অত্যন্ত জরুরি।

৩) এখানে যারা যারা ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করবেন তাদেরকে ৩ মাস একটানা মন দিয়ে স্থায়ী ভাবে ট্রেনিং করতে হবে।

আবেদন পদ্ধতি:-

রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং ইন্টার্ন পদে ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে নিজের নাম, বৈধ মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে যথাযথ স্থানে প্রয়োজনীয় তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

আবেদন প্রক্রিয়া:-

রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড মার্কেটিং ইন্টার্ন পদে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে। আর তা চলবে আগামী ২৯/১১/২০২৪ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। তা না হলে সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment