সুখবর ! আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, কবে থেকে জেনে নিন | Duare Sarkar Camp

By Sujit Roy

Published on:

সুখবর ! আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, কবে থেকে জেনে নিন।

সকল রাজ্যবাসীর জন্য সুখবর। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর থেকেই আট থেকে আশি সকল রাজ্যবাসীর কল্যাণার্থে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭০ টির ও বেশি প্রকল্প চালু করেছেন। শুধু তাই নয় এইসব প্রকল্প গুলির সুবিধা লাভ করতে আবেদন করার জন্য রাজ্যবাসী দের যাতে দূর দূরান্তে ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যেতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী নিজ উদ্যোগে আরও একটি বিশেষ প্রকল্প চালু করেছেন। যার নাম হল দুয়ারে সরকার প্রকল্প। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। সকল রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা প্রতিটি রাজ্য বাসীর ঘরের দুয়ারে পৌঁছে দিতেই এই দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন তিনি। প্রতি বছরই নিয়ম করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। আর ঠিক সেই ভাবেই চলতি বছর অর্থাৎ ২০২৪ এর দুয়ারে সরকার ক্যাম্প আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প ২০২৪ ।

মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প চালু হওয়ার পর থেকে আমাদের রাজ্যের এমন বহু মানুষ উপকৃত হয়েছেন বা হচ্ছেন যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার কারনে এতদিন সরকারি প্রকল্প গুলির সুবিধা লাভ করা থেকে বিরত ছিলেন। গত ২০১১ সাল থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত তৃনমূল সরকার ৭০ টির বেশি জনমুখী প্রকল্প চালু করেছে। যা আমাদের রাজ্যের প্রতিটি সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদানের সাথে সাথে তাদের দৈনিক জীবন যাত্রার মান উন্নত করে তুলতে সাহায্য করেছে। শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক, যুব সম্প্রদায় থেকে শুরু করে বেকার মহিলা এমনকি পড়ুয়াদের জন্যেও বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য হল কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, খাদ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি।

দুয়ারে সরকার ক্যাম্পের সুবিধা ও আবেদন পদ্ধতি:-

রাজ্য সরকারের আদেশ অনুযায়ী প্রতি বছর পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসের পক্ষ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয়। এই ক্যাম্পে রাজ্য বাসীদের যে যে সুবিধা গুলি দেওয়া হয় ও এই ক্যাম্পে গিয়ে সরকারি প্রকল্প গুলির সুবিধা পাওয়ার জন্য যেভাবে আবেদন করতে হয় তা হল-

১) দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা রাজ্য সরকারি প্রকল্প গুলির সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে যান তাদেরকে ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসের কর্মীরা আবেদনের কাজে সাহায্য করেন। এখানে আবেদনকারীদের প্রতিটি প্রকল্পের আওতায় আবেদনের জন্য আলাদা আলাদা ফর্ম প্রদান করা হয়।

২) দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। তবে তার জন্য আপনাকে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ওই ক্যাম্পে উপস্থিত থাকতে হবে।

৩) ওই ক্যাম্পে যে সকল সরকারি কর্মীরা থাকবেন তারা আপনাকে ফর্ম ফিলাপ করতে সাহায্য করবেন।

৪) ফর্ম ফিলাপ করার পর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ওই ফিলাপ করা ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পেই জমা দিতে হবে।

৫) সকল প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফিলাপ করা ফর্ম জমা পড়ার পর সরকার সেগুলিকে ভালো করে যাচাই করবে। যাচাই করার পর যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের নাম নির্দিষ্ট প্রকল্পের আওতায় তালিকা ভুক্ত করা হবে। তারপর সেই প্রকল্পের আওতায় প্রাপ্য টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।

দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করা যাবে?

দুয়ারে সরকার ক্যাম্পে আপনি রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প যেমন খাদ্য সাথী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড, মৎস্য জীবি ক্রেডিট কার্ড সহ আরও বাকি সব প্রকল্প গুলির জন্য আবেদন করতে পারবেন।

দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে?

খুব শীঘ্রই রাজ্য জুড়ে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। আপনারা যারা এতদিন পর্যন্ত রাজ্য সরকারের এইসব জনকল্যাণমূলক প্রকল্প গুলির সুবিধা পাওয়া থেকে বিরত রয়েছেন তাদের কাছে এটি একটি সুবর্ন সুযোগ এইসব প্রকল্প গুলির সুবিধা লাভ করার। তাই আপনারা আপনাদের সকল প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সযত্নে নিজেদের কাছে রেখে দিন। যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে সেই বিষয়ে সঠিক ভাবে কিছু জানানো হয়নি। তবে সরকারি সূত্রে জানা গিয়েছে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহে দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment