চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। যে সকল প্রার্থী সরকারি চাকরি পাচ্ছেন না তাদের জন্য রয়েছে প্রাইভেট চাকরির একটি দারুন সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন তারপরে আবেদন করবেন।
পদের নাম ও শূন্য পদ :-
১. ফিল্ড অফিসার শূন্য পদ ৭৫ টা।
২. সিনিয়র ফিল্ড অফিসার শূন্য পদ ৩০ টা।
৩. কালেকশন অফিসার শূন্য পদ ১০ টি।
৪. ব্রাঞ্চ ম্যানেজার শূন্য পদ ১০ টা।
চাকরির স্থান :- যে সকল স্থানে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো ইসলামপুর , নবগ্ৰাম , হরিহরপাড়া , দেবগ্ৰাম , বেলডাঙা , ডাকবাংলো , রেজিনগর , করিমপুর , সাগরপাড়া , সাগরদিঘী , ভগবানগোলা , জিয়াগঞ্জ , রামপুরহাট , ভরতপুর , মুর্শিদাবাদ , বর্ধমান , নদীয়া , বীরভূম ইত্যাদি।
ছুটির দিন :- দ্বিতীয় এবং তৃতীয় শনিবার ছুটি থাকবে এবং প্রত্যেক রবিবার ছুটি থাকবে।
বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে শুধুমাত্র ব্রাঞ্চ ম্যানেজারের পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩৪ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী ফিল্ড অফিসার ও কালেকশন অফিসার পদে চাকরি করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। এবং ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে কিচ্ছু তাদের কোনোরকম আবেদন করতে হবে না আগে সরাসরি ইন্টারভিউ এর দিন ডকুমেন্ট নিয়ে চলে যাবেন ইন্টারভিউ স্থানে । সেখানেই ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
নির্বাচন প্রক্রিয়া :- আগেই বলেছি এখানে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তাই ইন্টারভিউ যে সকল প্রার্থী সিলেক্ট হয়ে যাবে তাদেরই চাকরিতে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর ঠিকানা :- হোটেল রুদ্র , মোহনা বাসস্ট্যান্ড , বহরমপুর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ – ৭৪২১০১।
ইন্টারভিউ এর তারিখ :- এই পদের জন্য ১৯ মে ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত।
সম্পূর্ণ তথ্য জানতে এই নম্বরগুলোতে কল করতে পারেন – Biswanath Ghosh – 9136482707 , SirajAli Mandal – 9136483149 , Aravinda Saha – 9136483160 .
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE