বর্তমানে রাজ্যে দুর্নীতি চরম পর্যায়ে। শিক্ষা, আইন, কর্ম, মেডিকেল সব নিয়েই চলছে চরম দুর্নীতি। এই দুর্নীতির জেরেই প্রকৃত শিক্ষিত ব্যক্তির ভ্যালু দিন দিন কমে আসছে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব ভুয়ো রেশন কার্ড দুর্নীতির বিষয়ে। শিক্ষা ও কর্ম দুর্নীতির পাশাপাশি রেশন কার্ড নিয়েও চলছে চরম দুর্নীতি। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে যে সম্প্রতি ২ কোটি ভুয়ো রেশন কার্ডের বোঝা কমিয়েছে রাজ্য সরকার। বর্তমানে এই ভুয়ো রেশন কার্ডের সমস্ত তথ্য ED-র হতে তুলে ধরেছে রাজ্য সরকার।
সম্প্রতি ED-র কাছে রাজ্য সরকার গত কয়েক বছরে বাতিল করা রেশন কার্ডের সমস্ত তথ্য জমা দিয়েছে। আর ED-র সম্প্রতি দেওয়া তথ্য অনুসারে ভুয়ো রেশন দুর্নীতির কথা জানা গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে মৃত ব্যক্তির ভুয়ো রেশন কার্ড বানিয়ে অনবরত রেশন সংগ্রহ করে চলেছে তার পরিবার। এছাড়াও ED জানিয়েছে যে যেসমস্ত পরিবার নিজের বাসস্থান বদলে অন্য জায়গায় বসবাস করছেন তাদের নামে ভূত কার্ড বানিয়ে রেশন সংগ্রহ করছে অন্য লোক।
এইসমস্ত তথ্যের ভিত্তিতে ED রাজ্য সরকারের কাছে নোটিশ দেয় যে ২০১২ সালের পর থেকে রাজ্য যেসমস্ত রেশন কার্ড বাতিল করেছে তার সমস্ত তথ্য জমা দিতে। এইসমস্ত তথ্য সহজেই পাওয়া যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। অবশেষে পাওয়া গেল সেই তথ্য। ED-র দেওয়া তথ্য অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রায় প্রত্যেকটি জেলার স্থানীয় দোকানগুলি থেকেই ভুয়ো রেশন কার্ড সংগ্রহ করা হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলার স্থায়ী রেশন দোকান থেকে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ ভুয়ো রেশন কার্ড সংগ্রহ করে বাতিল করা হয়।
বর্তমানে রাজ্যের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে ED। এখন দেখার পালা রেশন দুর্নীতির এই জল কতদূর গড়ায়। অর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবেদনটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের দৈনিক খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE