লক্ষীর ভাণ্ডার এখন অতীত! এবার নতুন এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতিদিন মিলবে ৩০০ টাকা, মাসে মাসে ৯০০০ টাকা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্পের ঘোষণা করল। এই নতুন প্রকল্প টির নাম হল সেবা সখি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অনেক মহিলাদের প্রতিদিন ৩০০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ মাসে ৯০০০ টাকা করে পেয়ে থাকবে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্পের ঘোষণা করেই চলেছেন। যেমন লক্ষী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন যে সবুজ সাথী প্রকল্প, লক্ষীর ভান্ডার প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পগুলির মত সেবা সখি প্রকল্প বিশেষ খ্যাতি অর্জন করবে । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অনেক বেকার যুবতীদের সংস্থান হবে। আপনি যদি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চান তাহলে প্রতিবেদনটি সম্পন্ন পড়ুন।

মমতা ব্যানার্জির একটি অন্যতম প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি মহিলাদের মাসে ১০০০ টাকা দেওয়া হয়। এছাড়াও রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন। তেমনি একটি নতুন প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য শুরু করলেন। এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলারাই কর্মসংস্থান ঘটবে। এই সেবা সখি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সর্বপ্রথম ট্রেনিং করিয়ে তারপর চাকরিতে নিযুক্ত করা হবে। প্রশিক্ষণ চলাকালীন তাদেরকে বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন তাদের যেই বিষয়গুলি শেখানো হবে সেগুলি হল স্বাস্থ্য সেবা সম্পর্কিত। প্রশিক্ষনের শেষে গ্রামে গ্রামে চাকরি দেওয়া হবে। সেখানে গ্রামের মানুষের স্বাস্থ্য সম্পর্কিত খোঁজখবর নিয়ে পরিষেবা দিতে হবে। যেমন অসুস্থ ব্যক্তি তাদের খোঁজখবর নেওয়া, সদ্য যাত শিশু এবং গর্ভবতী মহিলা এর খোঁজখবর নেওয়া প্রভৃতি কাজে নিয়োগ করা হবে।

 

শূন্য পদ

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে অন্ততপক্ষে ২০ জন থেকে ৪০ জন করে প্রার্থী নিয়োগ করা হবে। সে হিসাব করলে দেখা যাচ্ছে যে প্রায় ১৩০০০ প্রার্থী নিয়োগ করা হতে পারে। সম্পূর্ণ রাজ্যে এজন্য রাজ্য সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে পাইলট প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রার্থীদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিক চিকিৎসার মত কিছু দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। পরিচর্যার মধ্যে থাকবে রক্তচাপ মাপা, ডায়াবেটিস পরিমাপ করা, শরীরের তাপমাত্রা পরিমাপ করা ইত্যাদির মত প্রাথমিক চিকিৎসার কিছু দক্ষতা শেখানো হবে। তারপর প্রার্থীদের নিয়োগ করা হবে।

বেতন

প্রার্থীদের বেতনের ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেবা সখি প্রকল্পের মাধ্যমে শহরের এলাকা প্রার্থীদের প্রতিদিন ৩০০ টাকা করে অর্থাৎ মাসিক ৯০০০ টাকা করে পেতন দেওয়া হবে। গ্রাম অঞ্চলের নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে ২৫০ টাকা প্রতিদিন অর্থাৎ মাসিক ৭৫০০ টাকা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

এখানে প্রথমত পাইলট প্রোজেক্ট হিসেবে কাজ শুরু হয়েছে। তাই এখনও পর্যন্ত প্রক্রিয়াটি অফলাইনে হবে বা অনলাইন হবে সে ব্যাপারে কোন অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। প্রথমত নিয়োগ করা হবে জেলা ভিত্তিক। অনলাইন অফলাইনে দুটি মাধ্যমেই নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আমাদের সাথে যুক্ত থাকলে অফিশিয়াল নোটিশ প্রকাশিত হলে সবার আগে আমরা আপনাদের কাছে শেয়ার করব।

যেসব জায়গায় চালু হয়ে গেছে

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে এই প্রকল্পটি চালু হয়ে গেছে। এই প্রকল্পটি গোটা পশ্চিমবঙ্গে ধাপে ধাপে কাজকর্ম চালু হবে। এরপর ধীরে ধীরে এ প্রকল্পটি সম্পন্ন রাজ্যের সব জেলায় কর্মী নিয়োগ করা হবে। আপনার এলাকায় সেবা সাথী প্রকল্পটি চালু হয়েছে কিনা সম্পূর্ণ পড়ে বিস্তারিত জেনে নিন। প্রথম পর্বে যেসব জায়গায় কর্মী নিয়োগ করা হবে। সেগুলি হল – হাওড়ার- আমতা, পূর্ব মেদিনীপুরের- পাঁশকুড়া, দক্ষিণ 24 পরগনার – বারুইপুর, উত্তর চব্বিশ পরগনার – রাজারহাট ।

আরও খবর পড়ুন: CLICK HERE

নিত্যনতুন এই ধরনের চাকরির আপডেট ও প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment