পশ্চিমবঙ্গে অবশেষে ১২ হাজার শুন্য পদে কনস্টেবল নিয়োগ এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ | WB Constable Recruitment 2023

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার রাজ্য সরকার বিরাট বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের মন্ত্রিসভার তরফে বৈঠক করা হয়েছে এবং যেখান থেকে বলা হয়েছে ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে পুজোর পরেই। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকের পরে এই ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। ঘোষণার পরেই এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হলো নবান্নের দপ্তর থেকে। এই নিয়োগের ফলে বেকার যুবক যুবতীদের চাকরির সন্ধান মিলবে এবং রাজ্যের নতুন নতুন বিভিন্ন পুলিশ ক্যাম্প ও থানা তৈরি হয়েছে যেখানে পুলিশের যে বিপুল পরিমাণে ঘাটতি রয়েছে সমগ্র রাজ্যজুড়ে সেই ঘাটতি পূরণ হবে। এই উৎসবের মরশুমে এবার বেকার চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটতে চলেছে এই ঘোষণার পরে।

সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। যেহেতু মুখ্যমন্ত্রী অসুস্থ ছিলেন তার দরুন এই বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রীরা এবং এখানেই কর্মসংস্থানের ব্যাপারে বিস্তর আলোচনা হয়। এই বৈঠকে একাধিক কর্মসংস্থানের ব্যাপারে আলোচনা হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো কনস্টেবল নিয়োগ, যেখানে ১২ হাজার শুন্য পদে নিয়োগের কথা বলা হয়। এই ঘোষণাটি শুধুমাত্র মৌখিকভাবে করা হয়েছিল পরবর্তীকালে লিখিত বিজ্ঞপ্তি আকারে এই ঘোষণাটি প্রকাশ করা হলো।

মোট শূন্য পদ: এখানে সব মিলিয়ে ১২ হাজার শুন্য পদে নিয়োগের কথা বলা হয়েছে যার মধ্যে ৮৪০০ জন রয়েছে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে এবং 3600 জন মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক বা এর সমতুল্য যে কোন যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা এখানে চাকরি পেয়ে যাবেন।

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের ফিজিক্যাল টেস্ট ও লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

এই নিয়োগ সম্পর্কে বিস্তর আপডেট দেওয়া হবে WBPRB ওয়েবসাইটে। ইতিমধ্যে নিয়োগের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার সিদ্ধান্তে রয়েছে রাজ্য সরকার। পুজোর পরেই নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আরও খবর পড়ুন: CLICK HERE

নিত্যনতুন এই ধরনের চাকরির আপডেট ও প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment