দীর্ঘ সাত বছর পর অবশেষে পশ্চিমবঙ্গে WBSSC মাধ্যমে SLST নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, চলতি বছরের নিয়োগ

দীর্ঘ সাত বছর পর অবশেষে পশ্চিমবঙ্গে WBSSC মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে SLST শিক্ষক নিয়োগের আশার আলো দেখা গেল। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা গ্রাজুয়েশন পাস করে ও b.ed ডিগ্রী অর্জন করে বসে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার অপেক্ষায়। অবশেষে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। রাজ্য সরকার WBSSC মাধ্যমে রাজ্যের দীর্ঘ ৭ বছর পর শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করে দিয়েছেন। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগেই নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে রাজ্যে। দীর্ঘ সাত বছর পর রাজ্যে আবারো ssc নিয়োগের কথা জানা গেল। পশ্চিমবঙ্গে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের পাশাপাশি প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে একসঙ্গে। কিভাবে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করা হবে এই নিয়ে বিধি বদলের কাজ দ্রুত গতিতে শুরু হয়ে গিয়েছে কমিশনে।

রাজ্যে প্রাথমিকের নিয়োগের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে যে শিক্ষক নিয়োগ সেখানেও একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসছে। এছাড়াও আরো বিভিন্ন আইনে কারণে এই নিয়োগ প্রক্রিয়ার থমকে রয়েছে এবং কোন বিজ্ঞপ্তি ও প্রকাশ করেনি কমিশন। এদিকে সিবিআই ও ইডি এদের চাপে পড়ে রাজ্য সরকারও তেমন কোন উদ্যোগ নেয়নি এই নিয়োগের জন্য।

স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তারা বর্তমানে অনিয়মের অভিযোগে জেলে বন্দী। বিভিন্ন দুর্নীতি ও নানা জটিলতার কারণে দীর্ঘ সাত বছর ধরে রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কোন শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়নি। এদিকে হাজার হাজার চাকরি প্রার্থীরা বি এড ডিগ্রী পাস করছেন প্রতিবছরই। তাই রাজ্যে যেমন বিএড পাস করা চাকরিপ্রার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনি রাজ্যের স্কুলগুলোতেও শিক্ষক শূন্যতা দেখা দিচ্ছে। তাই রাজ্যে দেখা যাচ্ছে ছাত্রশিক্ষক অনুপাত এর বিস্তর ফারাক। এমতাবস্থায় রাজ্যের প্রায় 21 হাজার শুন্য পদে শিক্ষক নিয়োগের কথা জানা যাচ্ছে।

এদিকে এসএসসির পুরনো চাকরি প্রার্থীরা আদালতে মামলা দায়ের করেছেন, কিন্তু আদালতে তরফ থেকে জানানো হয়েছে এই মামলা চলাকালীনও রাজ্য সরকার চাইলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে। অবশেষে এই ঘোষণার পরেই WBSSC কমিশন তৎপর হয়ে পড়েছেন এবং তড়িঘড়ি শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছেন।

অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার এসএসসি দপ্তর থেকে জানানো হয়েছে দুর্নীতিমুক্ত ও পুরোপুরি স্বচ্ছ ভাবে নতুন করে এবার WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLST শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এবার এই পরীক্ষায় বেশ কিছু বদল আনা হয়েছে যেগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিপ্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। WBSSC সূত্রের খবর অতীতের মত আর এবার পাঁচটি জোনে শিক্ষক নিয়োগের ব্যাপারটি উঠে যাচ্ছে। যার ফলে রাজ্যে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের পরীক্ষা ও শূন্য পদের ঘোষণা করা হবে বলে পর্ষদ সূত্রের খবর। বিশেষ করে রাজ্যে এবার দুর্নীতিমুক্তভাবে এই SLST নিয়োগের জন্যই পর্ষদ এমন উদ্যোগ নিয়েছেন।

তবে যাই হোক সব মিলিয়ে রাজ্যে এবার নতুন করে WBSSC মাধ্যমে দীর্ঘদিন পর SLST নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের তাৎপর শুরু করে দিয়েছে এবং চলতি বছরেই এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে যাবে। বিশেষ করে পুজোর পরেই নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। এই সুখবরটি আসার পর এই রাজ্যের বিএড চাকরি-প্রার্থীরা খুশিতে আত্মহারা এবং তারা জোর কদমে আরো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

MORE JOB NEWS: CLICK HERE 

Telegram Channel: CLICK HERE 

Leave a comment