WBPSC মাধ্যমে রাজ্যে আবারো নতুন করে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ PSC তরফে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে 300 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরি হয়ে থাকেন তাহলে এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। এখানে আবেদন করতে হলে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। পাশাপাশি নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে। আজকে আমাদের এই প্রতিবেদনে পাবলিক সার্ভিস কমিশনের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য গুলি নিম্ন আলোচনা করা হলো।


✓শূন্য পদের নাম:-
PSC তরকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল General Duty Medical Officer পদ।

✓মোট শূন্য পদের সংখ্যা:-
পাবলিক সার্ভিস কমিশনের তরফে General Duty Medical Officer পদে যে কর্মী নিয়োগ করা হবে এখানে সর্বমোট ৩০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে UR– ১০২ টি, SC– ৬৭ টি, ST– ১৯ টি, OBC– ৭২ টি, PwBD– ১৪ টি, EWS– ২৬ টি শূন্য পদ রয়েছে।

✓শিক্ষাগত যোগ্যতা:-
পাবলিক সার্ভিস কমিশনের তরফে General Duty Medical Officer পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ – এর তৃতীয় তফসিলের প্রথম এবং দ্বিতীয় তফসিল বা পার্ট ২ এর অন্তর্ভুক্ত যেকোনো যোগ্যতার চাকরিপ্রার্থীরা এই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

✓বয়স সীমা:
পাবলিক সার্ভিস কমিশনের General Duty Medical Officer পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়াও আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৬ বছর চাওয়া হয়েছে।

✓মাসিক বেতন:-
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীরা পে লেভেল ১৬ অনুযায়ী মাসিক বেতন পাবেন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা। এছাড়া পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে।

✓আবেদন পদ্ধতি:-
এই আবেদন প্রক্রিয়ায় সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে PSC অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে। আবেদন চলাকালীন লক্ষ্য রাখতে হবে চাকরিপ্রার্থীদের কোন আবেদন তথ্য যাতে ভুল না হয়। ভুল হলে পরবর্তীকালে আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে। সবশেষে আবেদন ফি জমা করলেই চাকরিপ্রার্থীদের আবেদন প্রক্রিয়াটির সম্পূর্ণ হবে।

✓প্রয়োজনীয় নথিপত্র:-
এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হলে চাকরিপ্রার্থীদের যে সমস্ত নথিপত্র প্রয়োজন সেগুলি হল-

১.জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

২.পরিচয় পত্র হিসেবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড।

৩.আবেদনকারী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৪.চাকরিপ্রার্থীর জাতিগত সংসার পত্র।

৫.রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।

✓আবেদন মূল্য:-
এই আবেদন পক্ষে অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২১০ টাকা দিতে হবে।

✓আবেদনের শেষ তারিখ:-
এই আবেদন প্রক্রিয়া যে সমস্ত চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করতে চান, তারা তাদের আবেদন প্রক্রিয়াটি PSC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগামী ১২ অক্টোবর ২০২৩ তারিখ মধ্যেই সম্পূর্ণ করে ফেলুন।

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment