পশ্চিমবঙ্গে আবারো প্রাইমারি স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, কত শূন্যপদ জানুন | WBBPE Primary Recruitment 2024-25

By Sujit Roy

Published on:

পশ্চিমবঙ্গে আবারো প্রাইমারি স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, কত শূন্যপদে নিয়োগ করা হবে জেনে নিন।

পশ্চিমবঙ্গের টেট পরীক্ষার্থীদের জন্য বিশাল বড় ঘোষণা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে আবারো প্রাইমারি টেট এর নিয়োগ শুরু করার। আগেই পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নতুন করে আর প্রাইমারি টেট এর নিয়োগ হবে না। কিন্তু এবার সেই সিদ্ধান্তে এল বড়সড় বদল। নতুন করে বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে খুব শীঘ্রই। চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ ই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে বিস্তারিত ভাবে জেনে নিন।

কি কারনে স্থগিত রাখা হল ২০২৪ এর প্রাইমারি টেট পরীক্ষা?

২০২২ এবং ২০২৩ পরপর দুই বছর আমাদের রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে এখনো পর্যন্ত তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া তো দূরের থাক নিয়োগের কাজ পর্যন্ত এখনও শুরু হয়নি। সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছিলেন যে, ২০২৪ সালে পশ্চিমবঙ্গে কোনো প্রাইমারি টেট পরীক্ষা হবে না। সেইসঙ্গে তিনি এও বলেছিলেন যে ২০২২ ও ২৩ এ যে টেট পরীক্ষা গুলি নেওয়া হয়েছিল আগে যত শীঘ্র সম্ভব তার নিয়োগের কাজ সুসম্পন্ন করা হবে তারপর পরবর্তী টেট পরীক্ষা নেওয়া হবে।

কোন জায়গায় কটি করে শূন্যপদ রয়েছে তা কিভাবে জানা যাবে?

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিশেষ দায়িত্বটি হল এই যে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার প্রতিটিতে গড়ে ওঠা প্রাইমারি স্কুল গুলির কোনটিতে কটি করে শূন্যপদ রয়েছে তার পৃথক পৃথক তালিকা তৈরি করতে হবে। এর মাধ্যমে কোন বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষকের প্রয়োজন তা সঠিকভাবে জানা যাবে। আর তার ফলে প্রাইমারীতে শিক্ষক নিয়োগ আরও অনেক বেশি স্বচ্ছ হবে। শুধু তাই নয় এতে নিয়োগ প্রক্রিয়া আরও তাড়াতাড়ি সুসম্পন্ন হবে।

এবারের এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কারা কারা অগ্ৰাধিকার পাবেন?

এবারের এই নিয়োগ প্রক্রিয়ার ২০২২ ও ২০২৩ সালের প্রাইমারি টেট পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হয়েছিলেন বিশেষ করে তাদেরকে ই নিয়োগ করা হবে। ফলত আপনারা যারা ২০২২ এবং ২৩ এর প্রাইমারি টেট পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন এবং এতদিন ধরে নিয়োগের জন্য অধীর অপেক্ষায় দিন গুনছেন তাদের জন্য এটি একটি দারুন খুশির খবর। রাজ্যের ২৩ টি জেলার প্রতিটি স্কুলের যেটিতে যতগুলি করে শূন্যপদ রয়েছে সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। এতে যেমন একদিকে রাজ্যের প্রাইমারি স্কুল গুলিতে শিক্ষকের অভাব মিটবে তেমনি অন্যদিকে স্কুল গুলিতে শিক্ষার মান উন্নয়ন ঘটবে।

অন্যদিকে সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপাতত আমাদের রাজ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে আপাতত সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে আগে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সুসম্পন্ন করবে শিক্ষা পর্ষদ। তারপর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে পুনরায় উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এদিকে ২০১৭ ও ২০২১ এর টেট পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত নিয়োগ পাননি। তাই তাদেরকে ডিঙিয়ে ২০২২-২৩ এর টেট উত্তীর্ণ দের নিয়োগ কি ধরনের ঝড় বয়ে আনতে চলেছে তাই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment