পশ্চিমবঙ্গের সকল টেট পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর। গত ১১ ডিসেম্বর ২০২২ তারিখে রাজ্যজুড়ে যে টেট পরীক্ষার মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল তা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে বলে পর্ষদ জানিয়েছে। এই রাজ্য টেট পরীক্ষায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মোটামুটি সম্পূর্ণ হয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন তার জীবনে এমন সফল পরীক্ষা তিনি আগে কখনো দেখেননি। তিনি পরীক্ষার্থীদের আরেকটি সুখবর দেন রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত করতে চলেছে। গোপন সূত্রে যেটা খবর চলতি মাসেই প্রকাশিত হতে চলেছে টেট পরীক্ষার ফলাফল। এই ফলাফলি আপনারা শিক্ষা পরিষদের ওয়েবসাইটেই সরাসরি দেখতে পারবেন।
এই ফলাফলের আগেই আপনাদের আজকালের মধ্যেই আনসার কি প্রকাশিত হতে চলেছে বলে জানা গিয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন আগামী দু একদিনের মধ্যেই মোট ছয় লক্ষ সতের হাজার টেট পরীক্ষার্থী যারা বসেছিল তাদের প্রত্যেকের উত্তরপত্র পর্ষদের ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে। তাই পরীক্ষার্থীরা এই উত্তরপত্র পেলেই উওর তারা নিজেরাই মিলিয়ে নিতে পারবে। কারণ এ বছর কেটে OMR শিট এর কার্বন কপি দেওয়া হয়েছে যা প্রত্যেক পরীক্ষার্থীর হাতে। সুতরাং পরীক্ষার আনসার কি প্রকাশিত হলেই তারা অনায়াসে নিজেরাই উত্তরটি মিলিয়ে নিতে পারবেন। এই উওর দেখার পর পরীক্ষার্থীদের মনে যদি কোন প্রশ্ন থাকে সেক্ষেত্রে তারা সেই কার্বন কপিটি নিয়ে কোর্টের কিংবা সভাপতি এর দ্বারস্থ হতে পারবেন।
আপনাদের প্রাইমারি রেজাল্টটি দেখতে হবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের গিয়ে একটি লিংক এর মাধ্যমে। যেখানে ক্লিক করে ডেট অফ বার্থ এবং টেট পরীক্ষার এডমিটের রোল নাম্বারটি দিয়ে লগইন করলেই প্রত্যেক পরীক্ষার্থী নিজের উত্তর দেখে নিতে পারবেন। এই উত্তরপত্রটি দেখার পর কোন পরীক্ষার্থীর মনে যদি কোন সংশয় দেখা দেয় তাহলে সে পরীক্ষার্থী পুনরায় রিভিউ এর জন্য উত্তরপত্রটি পাঠাতে পারবে। রিভিউ এর পরবর্তীতেও যদি তিনি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে তিনি পর্ষদ অথবা কোর্টের দ্বারস্থ হতে পারবেন।
পরিশেষে এটা বোঝা যাচ্ছে যে এবার প্রাইমারি টেটের ফল প্রকাশ নিয়ে আর কোন বাধা রইল না। তার কারণ স্বয়ং পর্ষদ সভাপতি নিজে জানিয়েছেন। যে আগামী কিছু দিলেই ফল প্রকাশিত হতে চলেছেন। আর সামনেই পঞ্চায়েত ভোট যেহেতু তাই সে পঞ্চায়েত ভোটের আগেই সরকারের ভাবমূর্তি ঠিক করার চেষ্টায় একটি নির্বিঘ্ন বাধাহীনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রাণপণ চেষ্টা করবেন সরকার। আর এটাই সবথেকে বড় সুযোগ চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। এ বছর যদি চাকরিতে হাতছাড়া হয়ে গেল তাহলে আগামীতে কবে টেট পরীক্ষা হবে তার আশার আলো খুবই কম। কারণ অতীতের বছরগুলো এই টেট পরীক্ষা নিয়ে কি দুর্নীতি হয়েছে তা আপনাদের সকলেরই জানা। যদিও পর্ষদ সভাপতি জানিয়েছেন এবার থেকে প্রতি বছর অন্তত একবার টেট পরীক্ষা নেওয়া হবে। সে ক্ষেত্রেও ধোঁয়াশা থেকেই যায় আদৌ হবে কিনা। তাই আপনাদের চিন্তার কোন কারণ নেই কারণ যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তারা এবার পরীক্ষায় পাশ করবেন বলে আশা করা যাচ্ছে।
আর যাদের যারা পাশ করতে পারবেন না তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আগামী দিনের জন্য তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। এছাড়াও আপনারা রাজ্য টেট পাশ না হলেও কেন্দ্রীয় টেটের জন্য প্রিপারেশন করতে পারেন। কারণ ও বর্তমানে কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে কেন্দ্রিয় টেট পাশ করে থাকলেও তারা রাজ্যের প্রাইমারিতে বসার যোগ্য বলে বিবেচিত হবেন।