পশ্চিমবঙ্গের পৌরসভায় প্রচুর পরিমাণে গ্রুপ ডি গ্রুপ সি ও ক্লার্ক নিয়োগ, মাধ্যমিক পাস হলেই চাকরি | WB MUNICIPAL Group-D Recruitment 2024

পশ্চিমবঙ্গের পৌরসভায় বিভিন্ন ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সকল ধরনের চাকরি প্রার্থীরা আবেদন জানিয়ে চাকরি পেতে পারেন। চাকরির দারুন সুযোগ রয়েছে এখানে এবং সকল ধরনের চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এখানে আবেদন জানিয়ে চাকরি পেতে পারেন। আবেদন করলে চাকরি পেয়ে যাবেন তাহলে দেরি কেন করছেন তাড়াতাড়ি আবেদন করুন। এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই খবরটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম: এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে পদের নাম গুলি হল-

1. ক্লার্ক( Clark )

2. একাউন্টেন্ট(accountant)

3. ক্যাশিয়ার (Cashier)

4. ওয়ার্ক সরকার (Work Sorkar)

5. স্যানিটারি ইন্সপেক্টর(Sanitary Inspector)

6. স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট (sanitary assistant)

7. SAE

শিক্ষাগত যোগ্যতা: এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকটি পদের জন্যই এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এজন্য এখানে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-

Accountant: গ্রাজুয়েশন পাস.

Cashier: মাধ্যমিক পাস.

Sanitary Inspector: উচ্চ মাধ্যমিক পাস

Sanitary Assistant: মাধ্যমিক পাস

Clerk: মাধ্যমিক পাস.

Work Sorkar: নবম শ্রেণী পাস.

Sub Assistant engineer: সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা.

বেতন: এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে-

Sub Assistant Engineer পদে যারা চাকরি করবেন তাদের Level 12 অনুযায়ী বেতন দেওয়া হবে।

Sanitary Inspector পদে যারা চাকরি করবেন তাদের level 09 অনুযায়ী বেতন দেওয়া হবে।

Case Worker পদে যারা চাকরি করবেন তাদের Level 03 অনুযায়ী বেতন দেওয়া হবে।

এছাড়াও অন্যান্য যে সমস্ত পদ রয়েছে তাদের Level 06 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়স: সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ এখানে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও এখানে OBC-03 বছর ও SC/ST-05 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন।

নিয়োগ পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

১.এক্ষেত্রে প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে

২.এরপর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে

৩.রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে সমস্ত ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

৪.এরপর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে

৫.এরপর আবেদনমূল্য জমা দিতে হবে ও আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে রেখে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তারা  ০৭/০১/২০২৩ তারিখ থেকে ০৮/০২/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

আবেদন মূল্য এখানে আবেদন মূল্য হিসেবে জেনারেল চাকরিপ্রার্থীদের ২০০ টাকা দিতে হবে এবং SC /ST চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে শুধুমাত্র ৫০ টাকা দিতে হবে।

এই চাকরি সম্বন্ধে আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 

APPLY NOW: CLICK HERE 

Leave a comment