Khelashree Prakalpa – রাজ্য সরকারের নতুন প্রকল্প আবেদন করলেই প্রতিমাসে 1000 টাকা পাবেন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরো একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১১ সালে ক্ষমতায় আসার পর একটির পর একটি নতুন প্রকল্পের ঘোষণা করেই চলেছেন। তার মোট প্রকল্পের সংখ্যা প্রায় ৭৫ এরও বেশি। রাজ্যের জনগণ এই প্রকল্পের নানা রকম সুযোগ সুবিধা নিয়ে থাকে। আর দু এক মাস বাদে দেশে লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক মহলের রেষারেষি তুঙ্গে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়ই বিভিন্ন কাজ কর্মের দ্বারা মানুষের মন জয় করার চেষ্টায় রয়েছে। মুখ্যমন্ত্রী নতুন করে আবার সরাসরি প্রেক্ষাগৃহ থেকে আরো একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন। প্রকল্পটির নাম হলো খেলাশ্রী প্রকল্প।
এই খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে দেবেন। রাজ্যের বেশ কয়েকটি প্রকল্প দেশজুরে সাড়া ফেলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষী ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, দুয়ারে সরকার ইত্যাদি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেন। কারা কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে। প্রকল্পটি সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো আপনাদের । জানার জন্য প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

এ বছর ২৫ শে জানুয়ারি আলিপুরের “ধনধান্য” প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে আয়োজিত হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত নবীন খেলোয়ারদের কে খেলাশ্রী সম্মান জানানো হয়। বিকেল ৪:০০ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এছাড়াও রাজ্যের প্রাক্তন খেলোয়াড়দেরকে সম্মানিক প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী দ্বারা তুলে দেওয়া হয় এই সম্মান। বিশিষ্ট খেলাবিদদের মতে এইরকম অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নতুন খেলোয়ারদের উৎসাহ পাবে। সেদিন মোট ৩২২ জন ক্রীড়াবিদকে পুরস্কার ও সম্মান দেওয়া হয়।

এই খেলাশ্রী প্রকল্পটি শুরু করা হয়েছে রাজ্যের খেলোয়াড়দের জন্য। এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের নতুন খেলোয়াড়দের উৎসাহ প্রদান করা। এছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে সকল ক্রীড়াবিদ চাকরি করতে আগ্রহী আছে তাদেরকে নতুন নিয়ম চালু করার মাধ্যমে তাদেরকে চাকরি দেওয়া হবে। এছাড়াও ১৫৬৭ জন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের কে মাসিক ১০০০ টাকা করে দেওয়া হল খেলা শ্রী প্রকল্পের আওতায়। প্রকল্পটি কার্যকর করা হয়েছে গত সেপ্টেম্বর মাসে। এছাড়াও রাজ্যের বিভিন্ন খেলাকে উৎসাহ প্রদান করার জন্য বিভিন্ন স্টেডিয়াম এবং ক্লাবের পরিকাঠামো উন্নত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment