পশুপালন বিভাগে ২২৪৮ টি শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ।
আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? মাধ্যমিক পাস যোগ্যতায় স্থায়ী পদে একটা সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি পড়ুন। এই প্রতিবেদনেই আপনি যে ধরনের চাকরি খুঁজছেন সেই ধরনেরই এক চাকরির বিষয়ে আমরা আজ আলোচনা করতে চলেছি। সম্প্রতি ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে গ্ৰ্যাজুয়েশন পাস পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতাতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এবারের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের শূন্যপদ মিলিয়ে মোট ২২৪৮ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং এখানে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
ভারত সরকারের পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে ওই সংস্থার অধীনে মোট দুই ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল- লঘু উদ্যম আধিকারিক ও লঘু উদ্যম সহায়ক।
শূন্যপদের সংখ্যা:-
উক্ত দুই ধরনের পদ মিলিয়ে মোট ২২৪৮ টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
উক্ত শূন্যপদ দুটিতে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:-
এক্ষেত্রে দুই ধরনের শূন্যপদেই আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আবেদনকারীকে নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন –
১) সবার আগে ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https ://www.bhartiyapashupalan.com এ ভিজিট করতে হবে।
২) তারপর সেখানে নিজের মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।
৪) এরপর সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৫) এরপর একে একে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৬) সবশেষে সবকিছু মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৯/১১/২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে।
Official Notice :- CLICK HEREOfficial Website :- CLICK HERE