বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। ন্যাশনাল টেকনোলজি অফ দুর্গাপুর (NIT) এর তরফ থেকে সম্প্রতি এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই রাজ্যের যে কোনো জায়গা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং এখানে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
ন্যাশনাল টেকনোলজি অফ দুর্গাপুর (NIT) এর তরফ থেকে ওই সংস্থার অধীনে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
বেতনের পরিমাণ:-
ন্যাশনাল টেকনোলজি অফ দুর্গাপুর (NIT) এর অধীনে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। সেইসঙ্গে বেতনের ১৮ শতাংশ টাকা হাউস রেন্ট অ্যালোয়েন্স হিসেবে দেওয়া হবে।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-
NIT এর অধীনে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের যে কোনো শাখাতে B.Sc পাস করে থাকতে হবে। সেইসঙ্গে রেকর্ড রাখার বেসিক নলেজ থাকতে হবে। তার পাশাপাশি আদিবাসী এলাকায় কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া আদিবাসী ভাষাতেও পারদর্শী হতে হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে চাকরি করতে আগ্রহী চাকরিপ্রার্থীদেরকে আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের জন্য নির্ধারণ করা দিনে সঠিক সময় মতো যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি সহ সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
ইন্টারভিউ দিতে যাওয়ার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্ৰ্যাজুয়েশন পাসের মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা, পরিচয় পত্র হিসেবে আধার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা, পাসপোর্ট সাইজের ফটো এক কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ :-
ন্যাশনাল টেকনোলজি অফ দুর্গাপুর (NIT) এর অধীনে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের জন্য আগামী ৫ ই ডিসেম্বর ২০২৪ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
ইন্টারভিউ স্থানের ঠিকানা:-
ইন্টারভিউ স্থানের ঠিকানা হল-
National Institute of Technology, Durgapur
Department of Biotechnology,
Mahatma Gandhi Avenue, Durgapur –
713209, West Bengal.
Notification | Download |