যে সমস্ত চাকরি-প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য চলে এলো নতুন করে চাকরির একটি বিশাল বড় সুখবর। শুধুমাত্র অষ্টম শ্রেণি অথবা মাধ্যমিক পাশ করে করে থাকলেই রাজ্যে বিশাল বড় চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন। ইতিমধ্যেই জানা গিয়েছে পশ্চিমবঙ্গের 12 বারো হাজার শুন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একে একে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারাই আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। দীর্ঘ অপেক্ষা ও নানান তালবাহানার পর অবশেষে বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে রাজ্যে। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এই চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন। তাহলে চলুন এই চাকরি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
পদের নাম: এখানে যে পথে কর্মী নিয়োগ করা হবে সেটি হল ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।
মোট শূন্যপদ: আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মিলিয়ে সর্বমোট এখানে 12 হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত প্রার্থীরা ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করবেন তাদের মূলত মাধ্যমিক পাস হতে হবে। যারা যারা ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করবেন তাদের মূলত অষ্টম শ্রেণী পাস হতে হবে।
নিয়োগ পদ্ধতি: এখানে আবেদন জানানোর পর চাকরিপ্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে ও লিখিত পরীক্ষায় পাস করলে তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। এখানে প্রথমে 90 নাম্বারের একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং যারা যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের সকলকে পরবর্তীকালে 10 নাম্বারের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং এখানে সফল হলে চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: এখানে জেলাভিত্তিক আবেদন পত্র গ্রহণ করা হবে তাই কোথাও অনলাইনে বা কোথাও অফলাইনে আবেদন হতে পারে। এক্ষেত্রে যদি অনলাইনে আবেদন হয় তাহলে চাকরিপ্রার্থীদের প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ও পরবর্তীকালে রেজিস্ট্রেশন করে মূল ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর চাকরি-প্রার্থীদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে ও সবশেষে ফাইনাল সাবমিট করে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। এছাড়াও যে সমস্ত জেলায় বা যে সমস্ত ব্লকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে সেখানে আবেদনের ফরমটি ডাউনলোড করে সেটি ফিলাপ করে সংশ্লিষ্ট ব্লক বা ভিডিও অফিসে গিয়ে জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস: এখানে আবেদন জানাতে হলে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার সেগুলি হল-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট
২. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যদি অষ্টম শ্রেণী পাস হয় তাহলে অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট এবং যদি মাধ্যমিক পাস হয় তাহলে মাধ্যমিক সার্টিফিকেট।
৩. আবেদনকারী পাসপোর্ট সাইজের কালার ফটো
৪. স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র
৫. আধার কার্ড অথবা ভোটার কার্ড
৬.কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী একের পর এক নতুন নতুন চাকরির আবেদন পত্র গ্রহণ শুরু হয়েছে এবং এর মধ্যে আইসিডিএস অঙ্গনারী পদে কর্মী নিয়োগের জন্য হুগলি জেলায় আবেদন পত্র ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের আরও জেলায় এই নিয়োগ প্রক্রিয়া ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই হবে। এই নির্দিষ্ট করে এই নিয়োগের তারিখ এখনো বলা যাচ্ছে না।
এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার ও সংশ্লিষ্ট ব্লকের আদিবাসী হতে হবে। এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি এলেই ভালো করে জানা যাবে। এখানে চাকরি করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন পরবর্তী আপডেটের জন্য অথবা অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
Hii
Nadia jelai Kobe tekhe icds suru hobe
Malda jelai ki ICDS ar form fill up hobena
Akhon Hooghly District Cholche ..
Hello
Es mousumi haque molla
Hello Ami ICDS korte cai ki korte hobe
Please send the link
MAlDA jela kobe icds apply suru hobe
মালদা জেলায় কবে আই সি ডি এস আপলাই শুরু হবে
ICDS
I’m interested
Alipurduar zelai kobe ber hobe..
কিভাবে এপলাই করবো
South 24 parganes jelay kobe I C D S prokalpo suru hobe. ..
Hi ami alima khatun amr 12pass ami howrah jela teke bolchi borgachiya Santoshpur alaka teke…
পূর্ব বর্ধমান জেলায় কবে থেকে হবে ফর্ম ফিলাপ।
পূর্ব বর্ধমান জেলার কবে আই সি ডি এস আপলোড হবে
Bankura jelai Kobe hobe??
Hi north 24 Parganas e kobe from fill up suru hobe
নদীয়া জেলায় কবে আই সি ডি এস এপ্লাই চালু হবে ?
ICDS from medinipur dist kobe suru hobe
হাসনাবাদ বোলাক কবে আই সি ডি এস আপলোড হবে
স্যার ফারাক্কা জেলার কবে আই সি ডি এস আপলোড হবে
How can I contact you ??
দক্ষিণ ২৪ পরগনা কবে থেকে শুরু হবে, জানাবেন প্লিজ ।
Paschim burdwan distri Kobe hobe
উত্তর দিনাজপুর জেলায় কবে থেকে শুরু হবে?
Howrah district e kobe theke from fillup hobe?
D/dinajpur jalai koba ICDS apply suro hoba
Uttar Dinajpur kre apply shuru hbe sir