পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 9। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
✓ বর্নালি সৃষ্টির কারণ আলোর –
১. প্রতিফলন
২. প্রতিসরণ
৩. বিচ্ছুরন
৪. বিক্ষেপন
উঃ বিচ্ছুরন
✓ পৃথিবীর কসাইখানা নামে পরিচিত –
১. রচেস্টার
২. নিউইয়র্ক
৩. ডুলুথ
৪. শিকাগো
উঃ শিকাগো
✓ এলাহাবাদ শহরের নতুন নাম কি –
১. প্রয়াগরাজ
২. সারাভাই নগর
৩. যমুনা নগর
৪. সঙ্গমপুরী
উঃ প্রয়াগরাজ
✓ রক্ত কোথায় তৈরি হয় –
১. হৃদপিন্ড
২. যকৃত
৩. প্লীহা
৪. মেরুরজ্জু
উঃ মেরুরজ্জু
✓ মানুষের মাথার খুলিতে কতগুলো হাড় থাকে –
১. ৮ টি
২. ১০ টি
৩. ২০৬ টি
৪. ২৮ টি
উঃ ৮ টি
✓ The Discovery of India বইটি লিখেছেন –
১. মহাত্মা গান্ধী ।
২. জহরলাল নেহরু।
৩. ইন্দিরা গান্ধী।
৪. সত্যজিৎ রায়।
উঃ জহরলাল নেহরু।
✓ মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি?
১. মেলিয়াস
২. ইনকাস
৩. স্টেপিস
৪. ফিমার
উঃ ফিমার
✓ মানব শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত?
১. ৪২ টি
২. ৪৪ টি
৩. ৪৬ টি
৪. ৪৮ টি
উঃ ৪৬ টি।
✓ সালোকসংশ্লেষের সময় জলে কি হয় –
১. জারন ।
২. বিজারন।
৩. উভয়ই।
৪. কোনটিই নয় ।
উঃ জারন
✓ কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত –
১. চেন্নাই
২. বেঙ্গালুরু
৩. কোলকাতা
৪. কটক
উঃ কটক
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE