পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব ৭। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. গনপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
[A] সর্দার বল্লভভাই প্যাটেল
[B] ড: রাজেন্দ্র প্রসাদ
[C] জে বি কৃপালিনী
[D] জওহরলাল নেহেরু
উত্তর : [B] ড: রাজেন্দ্র প্রসাদ
2. সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ডব্লক কবে প্রতিষ্ঠা করেন?
[A] 1936
[B] 1937
[C] 1938
[D] 1939
উত্তর : [D] 1939
3. সম্রাট অশোকের পাথরের মূর্তি কোন স্থানে পাওয়া গেছে?
[A] সাঁচী
[B] অমরাবতী
[C] কানাগানাহালি
[D] অজন্তা
উত্তর :[C] কানাগানাহালি
4. সর্বপ্রথম যে ইংলিশ জাহাজটি ভারতবর্ষে এসেছিল সেটি হল?
[A] এলিজাবেথ
[B] রোজ মেরি
[C] রেড ড্রাগন
[D] মে ফ্লাওয়ার
উত্তর :[C] রেড ড্রাগন
5.ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে অন্তত কত বছর বয়স্ক হতে হবে ?
[A] ২৫ বছর
[B] ২১ বছর
[C] ৩৫ বছর
[D] ৩০ বছর
উত্তর: [C] ৩৫ বছর
6. ভার্মিকম্পোস্টিং সার নিচের দেওয়া কোনটির সাথে সম্পর্কযুক্ত –
[A] পিঁপড়ে
[B] কেঁচো
[C] রেশম কীট
[D] গোবর
উত্তর: [B] কেঁচো
7. ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত ?
[A] ১৯ বছর
[B] ১৮ বছর
[C] ২৫ বছর
[D] ২১ বছর
উত্তর: [B] ১৮ বছর
8. ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ?
[A] ২০ টি
[B] ১৯ টি
[C] ২৪ টি
[D] ২২ টি
উত্তর: ২২ টি
9. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায় ?
[A] ট্রাটোস্ফিয়ার
[B] ট্রপোস্ফিয়ার
[C] আয়নোস্ফিয়ার
[D] থার্মোস্ফিয়ার
উত্তর: [B] ট্রপোস্ফিয়ার
10. 100+50 × 2 = ?
[A]75
[B]150
[C]200
[D]300
উত্তর: [C]200
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE