পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 52) | WB Gram Panchayat Preparation Practice Set-52

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 52। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. বীরভূম নিম্নের কোন বিভাগের অন্তর্গত ?

A. মেদিনীপুর
B. বর্ধমান
C. প্রেসিডেন্সি
D. জলপাইগুড়ি

Ans – বর্ধমান।

2. হর্ষবর্ধনের শাসনকালে কোন চিনা পর্যটক ভারতে আসেন ?

A. মেগাস্থিনিস
B. ফাহিয়েন
C. হিউয়েন সাঙ
D. ইবন বতুতা

Ans – হিউয়েন সাঙ।

3. কোন উপাদানের ভাঙ্গনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয় ?

A. প্রোটিন
B. শর্করা
C. ফ্যাট
D.চিনি

Ans – প্রোটিন।

4. লবণের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি ?

A. রেইন গজ
B. স্যালিনোমিটার
C. অল্টিমিটার
D. ম্যানোমিটার

Ans – স্যালিনোমিটার।

5. কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন ?

A. নানা ফড়নবিশ
B. মাধব রাও নারায়ন
C. দ্বিতীয় বাজিরাও
D. উপরের কেউই নয়

Ans – নানা ফড়নবিশ।

6. মেঘালয় নিম্নের কোন উপজাতি গোষ্ঠীটি দেখা যায় ?

A. ইরুলা
B. জয়ন্তিয়া
C. ভেটিয়া
D. ভিল

Ans – জয়ন্তিয়া।

7. ফার্ন গাছের শুক্রানু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখা যায় ?

A. ম্যালিক অ্যাসিড
B. ফিউমারিক অ্যাসিড
C. সাইট্রিক অ্যাসিড
D. অক্সালিক অ্যাসিড

Ans – ম্যালিক অ্যাসিড ।

8. মিমের কে শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?

A. প্রথম বাহাদুর শাহ
B. দ্বিতীয় আকবর
C. দ্বিতীয় শাহ আলম
D. দ্বিতীয় বাহাদুর শাহ

Ans – দ্বিতীয় বাহাদুর শাহ ।

9. উত্তরপ্রদেশে নিম্নের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ?

A. রাওয়াতভাটা
B. নারোরা
C. কালপক্কম
D. তারাপুর

Ans – নারোরা

10. পাকস্থলীর কোন কোষ থেকে HCL ক্ষরিত হয় ?

A. পেপটিক কোষ
B. ডেলটা কোষ
C. বিটা কোষ
D. অক্সিনটিক কোষ

Ans – অক্সিনটিক কোষ

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

1 thought on “পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 52) | WB Gram Panchayat Preparation Practice Set-52”

Leave a comment