.পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 45। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. প্লাবন সমভূমিতে গঠিত প্রাচীন পলিমাটিকে কি বলে?
A. খাদার
B. ভাঙ্গার
C. পডসল
D. সিরোজেম
Ans – ভাঙ্গার।
2. নিম্নের কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে?
A. রাষ্ট্রপতি
B. লোকসভা
C. সুপ্রিমকোর্ট
D. সংসদ
Ans – সংসদ।
3. মাকড়সার রেচন অঙ্গের নাম কি?
A. ফ্লেমকোষ
B. নেফ্রিডিয়া
C. কক্সাল গ্ৰন্থি
D. সবুজ গ্ৰন্থি
Ans – কক্সাল গ্ৰন্থি।
4. ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি?
A. দুধ সাগর
B. যোগ জলপ্রপাত
C. শিব সমুদ্রম
D. কুঞ্চিকল
Ans – কুঞ্চিকল।
5. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?
A. কালিবঙ্গান
B. সুতকোটাডা
C. লোথাল
D. চানহুদারো
Ans – লোথাল।
6. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হল?
A. ইনসুলিন
B. টায়ালিন
C. পেপসিন
D. ট্রিপলিন
Ans – পেপসিন।
7. মৌমাছি কার ছদ্মনাম?
A. বিমল ঘোষ
B. কালীপ্রসন্ন সিংহ
C. সজনীকান্ত দাস
D. প্রবোধকুমার বন্দোপাধ্যায়
Ans – বিমল ঘোষ ।
8. কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
A. শতদ্রু
B. ইরাবতী
C. চন্দ্রভাগা
D. ঝিলাম
Ans – ঝিলাম
9. ড্রেন অফ ওয়েলথ – গ্ৰন্থটির লেখক কে?
A. জে.এল.নেহেরু
B. দাদাভাই নৌরজি
C. মহাত্মা গান্ধী
D. অরবিন্দ ঘোষ
Ans – দাদাভাই নৌরজি ।
10. কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়?
A. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
B. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
C. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
D. পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
Ans – তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.