পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 30। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয় ?
A. মিটার এককে
B. ডায়োপ্টার এককে
C. ওয়াট এককে
D. জুল এককে
উঃ – ডায়োপ্টার এককে।
2. কাকে হিন্দি সাহিত্যের জনক বলা হয় ?
A. লালুজি লাল
B. পদ্মাকার ভট্ট
C. প্রেম চাঁদ
D. হরিশ্চন্দ্র
উঃ – হরিশ্চন্দ্র।
3. সন্ধ্যা পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
A. বিপিনচন্দ্র
B. অরবিন্দ ঘোষ
C. ব্রম্ভ বান্ধব মুখোপাধ্যায়
D. ভূপেন্দ্র দত্ত
উঃ – ব্রম্ভ বান্ধব মুখোপাধ্যায়।
4. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
A. 1175 খ্রিস্টাব্দে
B. 1191 খ্রিস্টাব্দে
C. 1192 খ্রিস্টাব্দে
D. 1991 খ্রিস্টাব্দে
উঃ – 1191 খ্রিস্টাব্দে।
5. কারাকোরাম পবত শ্রেণী নিচের কোন বিভাগের অন্তভূর্ক্ত?
A. হিমাদ্রি হিমালয়
B. টেথিস হিমালয়
C. শিবালিক হিমালয়
D. হিমাচল হিমালয়
উঃ – টেথিস হিমালয়।
6. নিম্নলিখিত কোন তরলের পৃষ্ঠ টান সবচেয়ে বেশি ?
A. ইথেন
B. মিথাইল
C. ইথানল
D. জল
উঃ – জল।
7. বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে ?
A. আর্যভট্ট
B. বরাহমিহির
C. অমরসিংহ
D. বিশাখ দত্ত
উঃ – বরাহমিহির।
8. কোন হ্রদটি রাজস্থানে অবস্থিত
A. অষ্টমুদি
B. পুলিকট
C. পুষ্কর
D. লোনার
উঃ – পুষ্কর।
9. অ্যাসিটাইল কোলিন পাওয়া যায়?
A. কুফার কোষে
B. স্নায়ু কোষে
C. গবলেট কোষে
D. নিউরোগ্লিয়া কোষে
উঃ – স্নায়ু কোষে।
10. কে বাজারদর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
A. মোহাম্মদ বিন তুঘলক
B. কুতুবউদ্দিন আইবক
C. আলাউদ্দিন খলজি
D. সেকেন্দার লোদি
উঃ – আলাউদ্দিন খলজি।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE