পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 26। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. নিম্নলিখিত নদী গুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি
A. নর্মদা
B. মহানদী
C. তাপ্তি
D. সরাবতী
উঃ – মহানদী।
2. দুধের বর্ন সাদা হওয়ার কারণ কি ?
A. অ্যালবুমিন
B. ল্যাকটোজ
C. ক্যাসেন
D. গ্লোবিউলিন
উঃ – ক্যাসেন।
3. সার্কের মুখ্য কার্যালয় হল-
A. ঢাকাতে
B. কাঠমান্ডুতে
C. ইসলামাবাদে
D. দিল্লিতে
উঃ – কাঠমান্ডুতে।
4. নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয়?
A. টাইফয়েড
B. পোলিও
C. যক্ষা
D. কোনোটিই নয়
উঃ – পোলিও।
5. কে হলেন প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পান?
A. মাদার টেরেজা
B. ইন্দিরা গান্ধী
C. লতা মঙ্গেশকর
D. সরোজিনী নাইডু
উঃ – ইন্দিরা গান্ধী।
6. দানসাগর গ্রন্থটির রচয়িতা কে ?
A. জয়দেব
B. তুলসীদাস
C. লক্ষণ সেন
D. বল্লাল সেন
উঃ – বল্লাল সেন।
7. ভারতের নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত?
A. ঝিলাম
B. বিপাশা
C. সিন্ধু
D. শতদ্রু
উঃ – শতদ্রু।
8. ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
A. কলকাতা
B. দিল্লী
C. পুনে
D. বম্বে
উঃ – কলকাতা।
9. নিজের কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে পাওয়া যায় না ?
A. হিলিয়াম
B. রেডন
C. জেনন
D. আর্গন
উঃ – রেডন।
10. ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?
A. দুধ সাগর
B. যোগ জলপ্রপাত
C. শিব সমুদ্র
D. কুঞ্চিকল
উঃ – কুঞ্চিকল।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE