পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 26। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি ?
A. লালমাটি
B. লবনাক্ত কাদামাটি
C. পলিমাটি
D. কালোমাটি
উঃ – লবনাক্ত কাদামাটি।
2. ভারতের কোথায় সর্বাধিক বনভূমি অঞ্চল দেখা যায় ?
A. মধ্যপ্রদেশ
B. জম্বু ও কাশ্মীর
C. মিজোরাম
D. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
উঃ – মধ্যপ্রদেশ।
3. আমাদের দেহের গমনের জন্য দায়ী করা হলো ?
A. পেশীকলা
B. যোগকলা
C. স্নায়ু কলা
D. আবরনী কলা
উঃ – পেশীকলা।
4. চায়না ম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ?
A. পোলো
B. টেবিল টেনিস
C. ক্রিকেট
D. ফুটবল
উঃ – ক্রিকেট।
5. অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি ?
A. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
B. চৌরিচৌরার ঘটনা
C. পুনা চুক্তি
D. গান্ধী আরউইন চুক্তি
উঃ – চৌরিচৌরার ঘটনা।
6. 1930 সালে গান্ধীজী কোথা থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন?
A. সবরমতি আশ্রম
B. পোরবন্দর
C. ডান্ডি
D. আমেদাবাদ
উঃ – সবরমতি আশ্রম।
7. ন্যাশনাল ভোটার ডে কত তারিখে পালন করা হয় ?
A. 21 জানুয়ারি
B. 23 জানুয়ারি
C. 25 জানুয়ারি
D. 26 জানুয়ারি
উঃ – 25 জানুয়ারি।
8. কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা হয় ?
A. বেলেগাঁও
B. কোয়েম্বাটুর
C. চিকমাগালুর
D. তাঞ্চাভুর
উঃ – তাঞ্চাভুর।
9. কে কলকাতাযর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
A. আলেকজান্ডার
B. উইলিয়াম জোন্স
C. ডেভিড হেয়ার
D. লর্ড ডাফরিন
উঃ – উইলিয়াম জোন্স।
10. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কী ?
A. আগুন
B. নদী
C. সূর্য
D. পানি
উঃ – পানি।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE