পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 25) | WB Gram Panchayat Preparation Practice Set-25

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 25। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার কততম স্তর

A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ

উঃ – দ্বিতীয়

2. পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে

A. একটি
B. দুটি
C. তিনটি
D. চারটি

উঃ – তিনটি।

3. উটের লোহিত রক্ত কণিকার আকার হল –

A. গোলাকার
B. ডিম্বাকার
C. গোলাকার
D. বহুতলক

উঃ – ডিম্বাকার।

4. রৌপ্য মুদ্রা ও তাম্রমুদ্রা প্রবর্তক করেছিলেন কে ?

A. মোহাম্মদ ঘোরি
B. ইলতুৎমিস
C. লক্ষণ সেন
D. গিয়াসউদ্দিন বলবন

উঃ – ইলতুৎমিস।

5. কর্কটক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি

A. আমেদাবাদ
B. প্রয়াগরাজ
C. ভোপাল
D. রাঁচি

উঃ – প্রয়াগরাজ।

6. রকেটের জ্বালানি কোনটি?

A. প্যারাফিন ওয়াবল
B. তরল অ্যামোনিয়া
C. তরল হাইড্রোজেন
D. ডিজেল

উঃ – তরল হাইড্রোজেন

7. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ?

A. সরোজিনী নাইডু
B. অ্যানি বেসান্ত
C. মাতঙ্গিনী হাজরা
D. সুচেতা কৃপালিনী

উঃ – অ্যানি বেসান্ত।

8. ভারতের কোথায় হীরার খনি রয়েছে?

A. তামিলনাড়ু
B. তেলেঙ্গানা
C. মধ্যপ্রদেশ
D. কর্ণাটক

উঃ – মধ্যপ্রদেশ।

9. নিচের কোনটি ভারতের নীল বিপ্লবের সঙ্গে যুক্ত?

A. মৎস্য চাষ
B. ফুলের চাষ
C. কফি চাষ
D. উদ্যান পালন

উঃ – মৎস্য চাষ।

10. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
A. রাজা রামমোহন রায় ।
B. স্বামী দয়ানন্দ সরস্বতী।
C. গোপালকৃষ্ণ গোখলে।
D. আত্মারাম পান্ডুরাম।

উঃ – আত্মারাম পান্ডুরাম

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment