পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 22। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. ধান হল –
A.হাইড্রোফিলি
B. ম্যালাকোফিলি
C. অ্যানিমোফিলি
D. এ্যান্টোমোফিলি
উঃ – অ্যানিমোফিলি।
2. মুখ্য ও গৌণ বৃদ্ধি বাধা প্রাপ্ত হয় –
A. অক্সিন
B. অ্যাবসাইসিক অ্যাসিড
C. জিব্বারেলিন
D. সাইটোকাইনি
উঃ – অ্যাবসাইসিক অ্যাসিড।
3. এককোষী প্রাণী জনন করে
A. ফিসান
B. ফিউসন
C. বাডিং
D. পুনরুৎপাদন
উঃ – ফিসান।
4. পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কি বলা হয় ?
A. হাইড্রোফিলি
B. ম্যালাকোফিলি
C. অরনিথোফিলি
D. এ্যান্টোমোফিলি
উঃ – অরনিথোফিলি।
5. ডাবের জলের প্রকৃতি কীরূপ ?
A. Haploid (n)
B. Diploid (2n)
C. Triploid (3n)
D. কোনটিই নয়।
উঃ – Triploid (3n)
6. নিম্নের কে স্বত্ব বিলোপ নীতি প্রবর্তন করেন ?
A. লর্ড কর্নওয়ালিস
B. লর্ড হেস্টিং
C. লর্ড ওয়েলেসলি
D. লর্ড ডালহৌসি
উঃ – লর্ড ডালহৌসি।
7. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
A. এ.ও.হিউম
B. ডব্লিউ.সি. ব্যানার্জি
C. দাদাভাই নৌরজি
D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উঃ – ডব্লিউ.সি. ব্যানার্জি।
8. সুপ্রিমকোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত ?
A. 60 তম
B. 62 তম
C. 65 তম
D. 70 তম
উঃ – 65 তম
9. নিম্মের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান ?
A. পেরিয়ার
B. হেমিহ
C. জিম করবেট
D. বন্দিপুর
উঃ – জিম করবেট
10. থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজ দায়ী –
A. লোহা
B. ক্যালসিয়াম
C. কোবাল্ট
D. আয়োডিন
উঃ – আয়োডিন
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE