পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 21। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. ভারতের সবথেকে বেশি আখ উৎপাদন হয় –
A. অন্ধ্রপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. তামিলনাড়ু
D. মহারাষ্ট্র
উঃ – উত্তরপ্রদেশ
2. দেশবন্ধু হিসেবে পরিচিত ছিলেন –
A. বাল গঙ্গাধর তিলক
B. মোতিলাল নেহেরু
C. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
D. চিত্তরঞ্জন দাস
উঃ – চিত্তরঞ্জন দাস।
3. ভাস্কো দা গামা কোন সালে ভারতে আসেন ?
A. 1487
B. 1498
C. 1489
D. 1488
উঃ – 1498.
4. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
A. রামকৃষ্ণ পরমহংসদেব
B. স্বামী বিবেকানন্দ
C. স্বামী দয়ানন্দ সরস্বতী
D. ডক্টর আত্মারাম পান্ডুরাম
উঃ – স্বামী বিবেকানন্দ।
5. একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন –
A. ড্যানিয়েল ড্যাবসন
B. রবার্টসন
C. সিঙ্গার নিকলসন
D. রবার্ট হুক
উঃ – রবার্টসন।
6. হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায় –
A. আরশোলা
B. চিংড়ি
C. ঊ
D. কেঁচো
উঃ – কেঁচো ।
7. কোন অঙ্গ কেবল অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে-
A. ফুলকা
B. প্লীহা
C. ফুসফুস
D. যকৃত
উঃ – প্লীহা।
8. ক্লোরিনের ক’টি আইসোটোপ পাওয়া যায়
A. 1
B. 2
C. 3
D. 5
উঃ – 2 টি।
9. প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন –
A. ডালটন
B. রাদারফোর্ড
C. অ্যাভোগাড্রো
D. নীলস বোর
উঃ – ডালটন
10. বংশগতিবিদ্যার জনক হলেন –
A. মেন্ডেল
B. ওপারিন
C. ল্যামার্ক
D. ডারউইন
উঃ – মেন্ডেল।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE