পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 20। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1.কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত?
A.কর্ণাটক
B.ঝাড়খন্ড
C.মহারাষ্ট্র
D.পশ্চিমবঙ্গ
উঃ – কর্ণাটক
2.ঘনাদা চরিত্রের স্রষ্টা-
A.প্রেমেন্দ্র মিত্র
B.বিজন ভট্টাচার্য
C.সুকুমার সেন
D.সুকুমার রায়
উঃ – প্রেমেন্দ্র মিত্র।
3.পারদের স্ফুটনাঙ্ক প্রায় কত?
A.180⁰C
B.190⁰C
C.245⁰C
D.357⁰C
উঃ – 357⁰C
4.নীলগিরি পর্বত কোন শ্রেণির পর্বত?
A.স্তুপ পর্বত
B.ভঙ্গিল পর্বত
c.ক্ষয়জাত পর্বত
D.কোনটি নয়
উঃ – স্তুপ পর্বত
5.টেনিদা চরিত্রের স্রষ্টা-
A.সত্যজিৎ রায়
B.নারায়ণ গঙ্গোপাধ্যায়
C.রবীন্দ্রনাথ ঠাকুর
D.প্রেমেন্দ্র মিত্র
উঃ – নারায়ণ গঙ্গোপাধ্যায়।
6.পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত?
A.দার্জিলিং
B.পুরুলিয়া
C.বাঁকুড়া
D.হুগলি
উঃ – পুরুলিয়া
7.ফুসফুসের আবরণকে কি বলে?
A.পেরিকার্ডিয়াম
B.প্লুরা
C.মেনিনজেস
D.ক্যাপসুল
উঃ – প্লুরা।
8.তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A.কর্ণাটক*
B.মণিপুর
C. সিকিম
D.তামিলনাড়ু
উঃ – কর্ণাটক।
9.ভারতের কমলালেবুর শহর বলা হয়?
A.বেঙ্গালুরুকে
B.আমেদাবাদকে
C.কেরালাকে
D.নাগপুরকে
উঃ – নাগপুরকে।
10.জুল কিসের একক?
A.তাপ
B.কম্পাঙ্ক
C.কার্য ও শক্তি
D.ক্যালোরি
উঃ – কার্য ও শক্তি।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE