পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, পড়লেই পাস করবেন (পর্ব ২) | WB Gram Panchayat Preparation Practice Set -2

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

1.শব্দের তীব্রতা পরিমাপ এক কি?

A.এম্পিয়ার
B.বেল/ডেসিবেল
C.রেডিয়ান
D.ওহম

উত্তর: B.বেল/ডেসিবেল

2. অন্ধকারে দেখতে সাহায্য করে কোন সম্পর্ক?

A.জনকোষ
B.দেহকোষ
C. রডকোষ
D.কোনটিই নয়

উত্তর: C.রডকোষ

3. আয়তনে সবচেয়ে বড় কোনটি?

(A)সমগ্র
(B)বৃহস্পতি
(C)মঙ্গল
(D)শুক্র

উত্তর: B.বৃহস্পতি

4.রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত?

(A)ক্রিকেট
(B)ঠিকি
(C)স্বাস্থ্য
(D)ব্যাডমিন

উত্তর: A.ক্রিকেট

5.অমৃতবাজার পত্রিকা কে প্রকাশ করেন ?

(A) কৃষ্ণ কুমার মিত্র
(B) অরবিন্দ ঘোষ
(C) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(D) শিশির কুমার মিত্র

উত্তর: (D) শিশির কুমার মিত্র

6. Father of Modern India নামে কে পরিচিত?

(A) বিদ্যাসাগর
(B) রাজা রামমোহন রায়
(C) স্বামী বিবেকানন্দ
(D) স্বামী দয়ানন্দ সরস্বতী

উত্তর: (B) রাজা রামমোহন রায়

7. ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন-

(A)ওডাম
(B)স্মিথ
(C)ট্রানসলে
(D)উপরের কোনটিই নয়

উত্তর:(A)ওডাম

8.কে শিলাদিত্য উপাধি গ্রহণ করেন?

(A)শশাঙ্ক
(B)চন্দ্রগুপ্ত
(C)হর্ষবর্ধন
(D)কনিষ্ক

উত্তর: (C)হর্ষবর্ধন

9. ডিসলেক্সিয়া নামক রোগটি হয় কী কারনে?

(A)সিলিকা দূষণের জন্য
(B)সিসা দূষণের জন্য
(C)ফ্লুরাইড দূষণের জন্য
(D)ক্যাডমিয়াম দূষণের জন্য

উত্তর: (B)সিসা দূষণের জন্য

10. ছৌ নাচ নীচের কার সঙ্গে সম্পর্ক যুক্ত –

(A) নদিয়া
(B) পুরুলিয়া
(C) বীরভূম
(D) জলপাইগুড়ি

উত্তর: (B) পুরুলিয়া

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment