পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 2) | WB Gram Panchayat Preparation Practice Set-2

By Sujit Roy

Published on:

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে এবং কিছুদিন পরে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অনলাইনে আবেদন হওয়ার কিছুদিন পরেই আবার রাজ্যে পরীক্ষা শুরু হবে। তাই যারা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক তাদের সুবিধার্থে বিগত বছরের প্রশ্ন উত্তরের উপর ভিত্তি করে নিয়ে আসা হয়েছে জেনারেল নলেজের বেশ কিছু প্রশ্ন ও উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হলো এবং এগুলো সলভ করলে আপনাদের পরীক্ষার প্রস্তুতি আরো জোরালো হবে।

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্ন গুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল পার্টি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। পর্ব নাম্বার – 2. আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।

1. নিচের কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন ?

A. স্যাডউইক
B. রাদারফোর্ড
C. নিউটন
D. টমসন

Ans – স্যাডউইক।

2. নিচের কোন মৌলটির ভর ও পারমাণবিক সংখ্যা সমান ?

A. অক্সিজেন
B. নাইট্রোজেন
C. হাইড্রোজেন
D. জেনন

Ans – হাইড্রোজেন

3. চোখের কোন অংশ ক্যামেরার ডায়াফ্রামের মতো কাজ করে ?

A. তারারন্ধ্র
B. আইরিশ
C. লেন্স
D. কর্নিয়া

Ans – আইরিশ।

4. পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো –

A. বায়োস্ফিয়ার
B. হাইড্রোস্ফিয়ার
C. লিথোস্পিয়ার
D. বায়োম

Ans – হাইড্রোস্ফিয়ার।

5. নীচের কোনটি DNA -তে থাকে কিন্তু RNA তে অনুপস্থিত ?

A. অ্যডেনিন
B. গুয়ানিন
C. থায়ামিন
D. ইউরাসিল

Ans – থায়ামিন।

6. একজন বর্ণান্ধ ব্যাক্তি লাল রং কে দেখবে –

A. হলুদ
B. নীল
C. সবুজ
D. বেগুনী

Ans – সবুজ।

7. আধুনিক রসায়নের জনক কে ?

A. রাদারফোর্ড
B. আইনস্টাইন
C. ল্যাভোয়সিয়ের

Ans – ল্যাভোয়সিয়ের।

8. কোন ভিটামিন দ্রুত নষ্ট হয়ে যায় ?

A. ভিটামিন C
B. ভিটামিন K
C. ভিটামিন D
D. সবগুলো

Ans – ভিটামিন C.

9. বিছুটির রোম হল এক প্রকার –

A. এককোশী দংশক রোম
B. বহুকোশী রোম
C. পত্ররোম
D. দ্বিকোশী রোম

Ans – এককোশী দংশক রোম।

10. নিজের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়?

A. মেসোজোম
B. লাইসোজোম
C. সেন্ট্রোজোম
D. মাইট্রোকনড্রিয়া

Ans – লাইসোজোম।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment