পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 17। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1. উদ্ভিদ কোশ গঠনের অপরিহার্য শর্করাটি হল
A. সেলুলোজ
B. সুক্রোজ
C. স্টার্চ
D. লিগনিন
উঃ – সেলুলোজ
2. রাইবোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
A. সালোকসংশ্লেষে
B. প্রোটিন সংশ্লেষে
C. লিপিড সংশ্লেষে
D. শ্বসনে
উঃ – প্রোটিন সংশ্লেষে।
3. মানব দেহের ওজনের কত শতাংশ জল –
A. 66
B. 50
C. 33
D. 10
উঃ – 66
4. প্রাণীদেহের দীর্ঘতম কোশটি হল –
A. স্নায়ু কোশ
B. হেপাটোসাইড (লিভার কোশ)
C. রক্ত কোশ
D. পেশী কোশ।
উঃ – স্নায়ু কোশ ।
5. নিচের কোন কোশ অঙ্গাণুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয় –
A. রাইবোজোম
B. নিউক্লিয়াস
C. মাইটোকনড্রিয়া
D. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উঃ – রাইবোজোম
6. যোগ কলার প্রধান প্রোটিন হলো –
A. কেরাটিন
B. মায়োসিন
C. কোলাজেন
D. মেলানিন
উঃ – কোলাজেন।
7. শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে –
A. ফ্যালোপিয়ান নালী
B. সেমিনিফেরাস নালী
C. জরায়ু
D. যোনি
উঃ – ফ্যালোপিয়ান নালী।
8. ব্যাকটেরিয়ার কোন অঙ্গানু শ্বসনে অংশগ্রহণ করে ?
A. মাইটোকনড্রিয়া
B. ক্রোমোটোফোর
C. মেসোজোম
D. ক্লোরোজোম
উঃ – মেসোজোম।
9. ATP সংশ্লেষ হয়ে মাইটোকনড্রিয়ার
A. ম্যাট্রিক্স এ
B. ক্সিস্টিতে
C. বহিঃপর্দায়
D. অন্তঃক্সিস্টি অবস্থানে।
উঃ – ক্সিস্টিতে।
10. মানুষের করোটির অস্থি সংখ্যা কত ?
A. 12 টি
B. 22 টি
C. 32 টি
D. 42 টি
উঃ – 22 টি
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE