পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 16। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন। যেখানে স্টার( *) মার্ক আছে সেগুলো উত্তর হবে-
ENGLISH
1. He is_________the phone right now.
(A) at
(B) in
(C) on*
(D) to
2. I have no desire________fame.
(A) of
(B) for
(C) in
(D) to*
3. There is an exception________every rule.
(A) to*
(B) for
(C) in
(D) up
4. Honesty is________best policy.
(A) a
(B) in
(C) on
(D) the*
5. Rama is__________MA in English.
(A) of
(B) an*
(C) in
(D) to
6. Rina is senior___________Hina.
(A) of
(B) than*
(C) in
(D) from
7. The sun rises__________the sky.
(A) at
(B) in*
(C) on
(D) to
8. Netaji Subhas was born__________23rd January in the year 1897.
(A) at
(B) in
(C) on*
(D) to
9. Nearest meaning of ‘Authentic’:
(A) Lovable
(B) Distress
(C) Praise
(D) Genuine*
10. Opposite meaning of ‘Slipshod’:
(A) Careful*
(B) Untidy
(C) Carefree
(D) Slovenly
গণিত
11. 5800+ 999+ 5672 + 231=?
(A) 12812
(B) 12102
(C) 12712
(D) 12702*
12. 1675 x 265=?
(A) 448015
(B) 443875*
(C) 445035
(D) 434875
13. কিছু টাকা ব্যাঙ্কে সরল সুদে রাখা হল যা 4 বছরের সুদে- আসলে 1240 টাকা হল এবং 10 বছরে সুদে-আসলে 1600 টাকা হল। আসল নির্ণয় কর।
(A) Rs. 1000*
(B) Rs. 800
(C) Rs. 1050
(D) Rs. 1100
14. একটি কাজ A 10 দিনে করতে পারে, B ঐ কাজটি 20 দিনে করতে পারে, উহারা C-কে সাথে নিয়ে ঐ কাজটি 5 দিনে শেষ করে । ঐ কাজটি C-এর একা করতে কতদিন লাগবে ?
(A) 10 দিন
(B) 15 দিন
(C) 20 দিন*
(D) 5 দিন
15. চার অঙ্কের একটি সংখ্যা a381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে a-এর মান কত ?
(A) 5
(B) 6
(C) 7*
(D) 8
16. যদি 3টি আমকে 4টির ক্রয়মূল্যে বিক্রয় করা হয়, তবে লাভ হয়
(A) 161%
(B) 334%
(C) 331%*
(D) 401%
17. 696996676979669779667-এর মধ্যে কতগুলি 9, 6 এবং 7-এর মাঝে পড়িয়া চাপের চোটে নিস্পিষ্ট?
(A) 2*
(B)3
(B)4
(C)5
18. একজন তার মাহিনার 10% ব্যাঙ্কে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার মাহিনা 5,000 টাকা হলে, কত টাকা বাড়ি ভাড়া দিলেন ?
(A) 160 টাকা
(B) 250 টাকা
(C) 180 টাকা*
(D) 225 টাকা
19. একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি কটি প্রশ্ন সঠিক উত্তর করেছিল ?
(A) 70
(B) 60 *
(C) 80
(D) 75
20. A ও B-এর আয়ের অনুপাত হল 3:2 এবং 5:3 হল তাদের অনুপাত। যদি প্রত্যেকে 1,000 টাকা করে জমায়, তাহলে আয় হল
(A) 3,000 টাকা
(B) 4,000 টাকা*
(C) 600 টাকা
(D) 800 টাকা
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE