পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, পড়লেই পাস করবেন (পর্ব 12) | WB Gram Panchayat Preparation Practice Set-12

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 11। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

✓ নাইট্রোজেন আবদ্ধকারী একটি স্বাধীনজীবী অণুজীব হলো

A. ঈষ্ট
B. অ্যাগারিকাস
C. অ্যানাবিনা
D. রাইজোবিয়াম

উঃ অ্যানাবিনা

✓ কৃষি ক্ষেত্রে ব্যবহৃত অজৈব সারটি হলো

A. NPK
B. গোবর
C. কেঁচোসার।
D. অ্যালগাল ব্লুম।

উঃ NPK

✓ বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় –

A. 4 জানুয়ারি
B. 4 ফেব্রুয়ারি
C. 7 ফেব্রুয়ারি
D. 7 মার্চ

উঃ 4 ফেব্রুয়ারি।

✓ মানব জনসংখ্যা সম্পর্কে অধ্যয়ন করাকে বলে –

A. পপুলেশন ইকোলজি
B. পপুলেশন বায়োলজি
C. ডোমোগ্রাফি
D. কোনটিই নয়

উঃ ডোমোগ্রাফি।

✓ গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধির পিছনে কোনটি দায়ী

A. অক্সিজেন
B. নাইট্রোজেন ডাইঅক্সাইড
C. সালফার ডাইঅক্সাইড
D. কার্বন ডাইঅক্সাইড

উঃ কার্বন ডাইঅক্সাইড

✓ ভারতে কটি হটস্পট অঞ্চল আছে ?

A. একটি
B. দুটি
C. ছটি
D. দশটি

উঃ দুটি।

✓ PAN হল একটি

A. জল দূষক
B. শব্দ দূষক
C. বায়ু দূষক
D. মাটি দূষক

উঃ বায়ু দূষক।

✓ কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ?

A. অ্যাজেটোব্যাকটর
B. নাইট্রোসোমোনাস
C. রায়জোবিয়াম
D. থায়োব্যাসিলাস

উঃ অ্যাজেটোব্যাকটর।

✓ এসিড বৃষ্টিতে pH এর মাত্রা –

A. 3.4 – 4.6
B. 6.5 – 7.5
C. 5.6 – 6.5
D. 2.4 – 3.2

উঃ 3.4 – 4.6

✓ কত সালে বন্য জীবন সংরক্ষণ আইন চালু হয়?

A. 1960
B. 1972
C. 1982
D. 1990

উঃ 1972

✓ এক সিংহ গন্ডার নিচের কোন অভয়ারণ্যের সংরক্ষিত হয়

A. জলদাপাড়া
B. সজনেখালি
C. সিনচল
D. সুন্দরবন

উঃ জলদাপাড়া

✓ ব্ল্যাক ফুট রোগ কোন দূষণের জন্য হয় ?

A. লেড
B. আর্সেনিক
C. ফ্লুরাইড
D. ক্যাডমিয়াম

উঃ আর্সেনিক

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment