পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, পড়লেই পাস করবেন (পর্ব 10) | WB Gram Panchayat Preparation Practice Set-10

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 9। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

✓ মাছের গমন পদ্ধতির নাম হল –
1. লম্ফন
2. সন্তরণ
3. উড্ডয়ন
4. হন্টন।
উঃ সন্তরণ

✓ শক্তি সংরক্ষণের মুখ্য উপায় হল –
1. আলো না জ্বালানো।
2. ফ্রিজ ব্যবহার না করা।
3. সোলার হিটারের ব্যবহার।
4. মোটর গাড়ির ব্যবহার।
উঃ সোলার হিটারের ব্যবহার।

✓ রাজ্যপালের কার্যকাল কতদিন?
1. তিন বছর
2. চার বছর
3. পাঁচ বছর
4. ছয় বছর
উঃ পাঁচ বছর

✓ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হল –
1. নরেন্দ্র মোদি
2. রাজেন্দ্র প্রসাদ
3. ইন্দিরা গান্ধী
4.জহরলাল নেহেরু
উঃ জহরলাল নেহেরু

✓ CPU – র পুরো নাম কি?
1. Central processing unit
2. Cable processing unit
3. cable producing unit
4. Central producing unit.
উঃ Central processing unit

✓ কিয়োটো প্রোটোকল কোথায় অনুষ্ঠিত হয়
1. প্যারিসে
2.লন্ডনে
3.ব্রাজিল
4.জাপানে
উঃ জাপানে

✓ Fiery Ice হল
1. বিউটেন
2. প্রোপেন
3. অ্যালকোহল
4. মিথেন হাইড্রেট
উঃ বিউটেন

✓ কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়
1. নিউটনের প্রথম গতিসূত্র
2. নিউটনের দ্বিতীয় গতিসূত্র
3. নিউটনের তৃতীয় গতিসূত্র
4. ভরবেগের সংরক্ষণ সূত্র
উঃ নিউটনের দ্বিতীয় গতিসূত্র

✓ নিচের কোনটি ভেক্টর রাশি ?
1. উষ্ণতা
2. ভর
3. ভার
4. দৈর্ঘ্য
উঃ ভার

✓ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল অতি সংখ্যা হল –
1. 218 টি
2. 250 টি
3. 206 টি
4. 210 টি
উঃ 206 টি

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment