জনদরদী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যবাসী তথা ছাত্র ছাত্রী উন্নতির স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। বর্তমানে এমনই একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি ছাত্রছাত্রী পেয়ে যাবেন 10000 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। রাজ্য সরকার ছাত্র-ছাত্রীর কথা মাথায় রেখে এমন একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, এখানে আবেদন করতে হলে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন রয়েছে, এছাড়াও এখানে আবেদন কিভাবে করবেন প্রভৃতি বিস্তারিত তথ্য নিয়ে আজকের প্রতিবেদন।
সামনে লোকসভা ভোট, আর এই ভোটকে হাতিয়ার করে নেমে পড়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে বেশিরভাগ আসন শাসকদলের দখলে রয়েছে। এবছর লোকসভা ভোটে সেই আসন সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকার। বর্তমানে রাজ্য সরকার একাধিক দুর্নীতি মামলায় কোণঠাসা হয়ে রয়েছে। সেই কারণে সরকারের ভাবমূর্তি স্বচ্ছ করতে রাজ্য সরকার চাইছে একাধিক প্রকল্পের মাধ্যমে জনগণের মন জয় করতে। তাই একাধিকবার নতুন নতুন প্রকল্পের উদ্বোধন করে চলেছে রাজ্য সরকার। আমরা যদি লক্ষ্য করি রাজ্য সরকারের আগেও মেধা স্কলারশিপ, দরিদ্র ও অনগ্রসর পড়ুয়াদের জন্য স্কলারশিপ, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প-সহ নানান সমাজ উন্নয়নকারী প্রকল্প চালু হয়েছে রাজ্যে। এবার আর একধাপ এগিয়ে আরেকটি নতুন প্রকল্পের সূচনা করতে চলেছে রাজ্য সরকার। যার মাধ্যমে রাজ্যের ছাত্র-ছাত্রীরা আর্থিক দিক থেকে সচ্ছল হতে চলেছে। যার মাধ্যমে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের সার্বিক উন্নতি সাধন করতে সক্ষম হবেন।
• তরুণের স্বপ প্রকল্প:-
বর্তমানে আমাদের রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য 10 হাজার টাকার যে আর্থিক অনুদানের ব্যবস্থা করতে চলেছেন, এই প্রকল্পের নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের সার্বিক উন্নতি খাতে এই অর্থ ব্যয় করতে পারবে। এই তরুণের স্বপ্ন প্রকল্পটি অনেকের কাছে নতুন হলেও মাননীয় মুখ্যমন্ত্রী করোণা কালে ২০২১ সালে এই প্রকল্পটি চালু করেছিল। যেটি পুনরায় এ বছর থেকে আবার শুরু হতে চলেছে।
• কারা কারা এর সুবিধা পাবেন:-
তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় দশ হাজার টাকা পেতে গেলে আবেদনকারীকে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। যেমন আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার নিচে। তার পাশাপাশি আবেদনকারী ছাত্র-ছাত্রীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হতে হবে।
• আবেদন পদ্ধতি:–
রাজ্য সরকারের এই তরুণের স্বপ্ন প্রকল্পে, নাম নথিভুক্ত করণের জন্য আবেদনকারী কে আলাদা করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে না। প্রতিটি স্কুলের তরফেই অনুদানের উপযুক্ত ছাত্র ছাত্রী কে বাছাই করে ও তাঁদের বিবরণ নথিভুক্ত করা হয়। নির্বাচিত ছাত্রছাত্রী সরকারি তরফে ১০ হাজার টাকার অনুদান পাবেন যা দিয়ে মোবাইল, ট্যাবলেট ইত্যাদি ক্রয় করতে পারবেন।
Nema.Masidur Rahman.Vill.Jalalpur P o h.Jalalpur P s. Chanchal.Dist.Malda Pin.732123
Hi
Vill – joyrampur / p.o – bhabanipur / p.s – farakka / dist – Murshidabad
Pin- 742202
Hi