বন্ধন ব্যাংকে কয়েক জেলায় কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির | WB Bandhan Bank Job

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বন্ধন ব্যাংকে একাধিক পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন যাবত কোন ভালো চাকরির সন্ধান করে  থাকেন তাহলে আপনার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। কারণ বন্ধন ব্যাংকের এই নিয়োগ প্রক্রিয়াটি জন্য কোন রকমের লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে সরাসরি আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে বন্ধন ব্যাংকের এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- আবেদন পদ্ধতি, প্রার্থী বাছাই প্রক্রিয়া, আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, বয়স, মাসিক বেতন, আবেদন কবে থেকে শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত জেনে নেওয়া যাক।


✓বিভিন্ন শূন্য পদ:

এই নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সে পথগুলি নিম্নলিখিত-

* CASA Officer

* Business Development Executive

* Relationship Manager

* Branch Executive

*  KYC Verification Officer

*  Loan Department

*  Documents Collection Officer & More

 

✓শিক্ষাগত যোগ্যতা:

বন্ধন ব্যাংকে উপরিউক্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বা স্নাতক পাস করে থাকতে হবে।

 

✓আবেদন প্রার্থীর বয়স:

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থী ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী তাদের নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবে।

 

✓মাসিক বেতন:

এ পদগুলিতে আবেদন করলে চাকরিপ্রার্থীকে বেতন দেওয়া হবে নূন্যতম ১৪ হাজার থেকে ২৮ হাজারের মধ্যে। পরবর্তীতে এ বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে।

✓আবেদন পদ্ধতি:

এক্ষেত্রে NCS পোর্টালে গিয়ে Apply Now অপশন ক্লিক করে অনলাইনে রেজিষ্ট্রেশন করে রাখতে পারেন। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে আবেদন করতে পারেন। এছাড়াও যোগাযোগ বা নিজের CV মোবাইল নম্বরে WhatsApp করে আবেদন করতে পারেন।

 

✓নিয়োগ প্রক্রিয়া:

বন্ধন ব্যাংকে এ নিয়োগ প্রক্রিয়ায় কোন রকমের লিখিত পরীক্ষা হয় না। সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়ে।

 

✓প্রয়োজনীয় ডকুমেন্ট:

এখানে আবেদন করলে চাকরিপ্রার্থী যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র লাগবে সে গুলি হল-

১.জন্মপ্রমানপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।

২.চাকরিপ্রার্থীর বৈধ পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।

 

৩.আবেদনকারীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

 

৪.আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।

 

এছাড়াও ওই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন। আপনাদের সুবিধার্থে অফিসিয়াল নোটিফিকেশন লিংক প্রতিবেদন নিচে দেওয়া রইল।

Leave a comment