৪০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে টাটা গ্ৰুপ, কিভাবে আবেদন করবেন জেনে নিন | TCS Job Recruitment 2024

By Sujit Roy

Published on:

৪০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে টাটা গ্ৰুপ, কিভাবে আবেদন করবেন জেনে নিন।

বেকার চাকরী প্রার্থীদের জন্য বিপুল সংখ্যক শূন্যপদে চাকরির দুর্দান্ত সুযোগ। এক বা দুই হাজার শূন্যপদে নয় একই সাথে মোট ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে টাটা গ্ৰুপ। এখানে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সকল প্রকার যোগ্যতা তেই কর্মী নিয়োগ করা হবে। সারা ভারতের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরী প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় বসে রয়েছেন তারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

চলতি বছরের ৯ ই অক্টোবর ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন টাটা গ্ৰুপের মালিক রতন টাটা। তিনি চলে গেলেও তার নিজের হাতে গড়ে তোলা ব্যাবসা এখনও রয়ে গেছে। তাঁর এই সুবিশাল ব্যাবসা দেখাশোনার দায়িত্ব এখন তার পরের প্রজন্মের উপর। টাটা গ্ৰুপের অধীনে প্রচুর সংখ্যক কোম্পানি রয়েছে। তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। সারা ভারতে মোট যতগুলি টেকনিক্যাল কোম্পানি রয়েছে তার মধ্যে সবচাইতে বিখ্যাত একটি কোম্পানি হল টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS। বরাবর এই কোম্পানির মূল লক্ষ্য ছিল এ দেশের তরুণ প্রজন্মকে কর্ম সংস্থানের সুযোগ করে দেওয়া। রতন টাটা যখন বেঁচে ছিলেন তখন টাটা গ্ৰুপের অধীনে থাকা এই TCS কোম্পানিতে চাকরি পেয়েছেন বহু বেকার যুবক যুবতী। এখন রতন টাটা বেঁচে নেই তার হয়ে সেই দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছেন নোয়েল টাটা।

নোয়েল টাটা এর এই ৪০ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত আমাদের দেশের তরুণ প্রজন্মকে অনেকখানি প্রভাবিত করবে। ২০২৫ সালের শেষের দিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর অধীনে ৪০ হাজার ফ্রেসারকে নিয়োগ করার লক্ষ্য রাখা হয়েছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর চিফ HR অফিসার মিলিন্দ লাক্কাদ এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল, মে ও জুন মাস জুড়ে ৫,৭২৬ জন নতুন কর্মীকে নিয়োগ করেছে TCS কোম্পানি। এছাড়াও আগষ্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়েও ৫,৪৫২ জন নতুন কর্মীকে নিয়োগ করেছে এই কোম্পানি। তারপরেও এই নিয়োগ প্রক্রিয়া থামিয়ে না রেখে আরও ৪০ হাজার ফ্রেসার যুবক যুবতীকে TCS কোম্পানিতে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত TCS কোম্পানিতে মোট কর্মীর সংখ্যা ছিল ৬,১২,৭২৪ জন। ওই বছরের প্রথম দিকে ১১ হাজারের ও বেশি কর্মীকে তারা নিয়োগ করেছে। ২০২৪ এর এপ্রিল, মে ও জুন এই তিন মাসে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর মোট মুনাফা হয়েছে ১১,৯০৯ কোটি টাকা। যা আগের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে লাভের পরিমাণ যতই বৃদ্ধি পাক না কেন তা গবেষকদের প্রত্যাশার চেয়ে অনেকটাই কম। তবে গত তিন মাসে এই লাভের পরিমাণ ৬৪,২৫৯ কোটিতে পৌঁছেছে। যা আগের লাভের পরিমানের তুলনায় ৭.৬% বৃদ্ধি পেয়েছে।

গত ১৯ বছরের মধ্যে ২০২৪ অর্থবছরে এই কোম্পানিতে কর্মচারীর সংখ্যা হ্রাস পেয়েছিল। কমতে কমতে মোট কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছিল ১৩ হাজার ২৪৯ জন।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment