শিশু সাথী (Sishu Sathi Scheme) প্রকল্পে আবেদন করলেই পাবেন এইসব সুবিধা – জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প সম্পর্কে আজ আলোচনা করব। প্রকল্পটি শুরু করা হয়েছে রাজ্যের শিশুদের কথা মাথায় রেখে। এই প্রকল্পের মাধ্যমে জন্ম থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের চিকিৎসা করা হবে। প্রকল্পটির নাম হল শিশুসাথী প্রকল্প( Sishu Sathi Scheme)। ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি( CM Mamata Banarjee)ক্ষমতায় আসার পর থেকে একটির পর একটি নতুন প্রকল্প চালু করে চলেছেন। তার প্রকল্প সূচনা বর্তমানে ৭৫ টির বেশি হয়ে গেছে। প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো – লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি। তেমনি আরো একটি প্রকল্প হল শিশু সাথী প্রকল্প।

এই শিশু সাথী (Sishu Sathi Scheme) প্রকল্পের আওতায় রাজ্যের গরিব পিতা-মাতার সন্তানদের এই প্রকল্পের আওতায় রাখা হবে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা দেওয়া হবে। প্রকল্পটির উদ্দেশ্য হল রাজ্যের শিশুদের শারীরিকভাবে সুস্থ রাখা। এছাড়াও যে সকল অভিভাবকেরা আর্থিক অনটনের জন্য নিজের শিশুর চিকিৎসা করতে পারে না, তাদের সাহায্য করা। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কারা পাবে এই সুবিধা, এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট , কোথায় আবেদন করবেন ইত্যাদি সম্পর্কে আলোচনা করব।

Sishu Sathi Scheme এর সুবিধা গুলি হল

হার্ট সংক্রান্ত যেকোনো সমস্যার চিকিৎসার জন্য আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে । বর্তমান পরিস্থিতিতে অনেক শিশু জন্মের পর থেকে হার্টের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই বিষয়টি মাথায় রেখে প্রকল্পটির সূচনা করা হয়েছে। রাজ্যের অনেক শিশুই হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে যার জন্য পরিবার তার চিকিৎসার অর্থ বহন করতে পারে না। যেমন- হাটের রক্ত সঞ্চালনে সময় বিভিন্ন প্রকার সমস্যা হয়, হার্টের মধ্যে ফুটো, কনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট ইত্যাদি হার্ট সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসা প্রদান করা হবে।

 

কারা এই সুবিধা পাবে

১. যে সকল পরিবার আর্থিক দিক থেকে নিম্ন মধ্যবিত্ত সেই সকল পরিবারের শিশুরাই এই সুযোগ সুবিধাগুলি পাবে।

২. শিশুটি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩. শিশুর জন্ম সময় থেকে শুরু করে ১২ বছর বয়স পর্যন্ত এই সুবিধা গুলি দেওয়া হবে।

 

কোন কোন হাসপাতালে সুবিধা গুলি পাবেন

স্বাস্থ্য সাথীর প্রকল্পে যেমন সব হাসপাতালে এর সুবিধা পাওয়া যায়। কিন্তু শিশু সাথী প্রকল্পে নির্দিষ্ট কয়েকটি হাসপাতালে এর সুবিধা গুলি পাওয়া যাবে। হাসপাতাল গুলি হল-

১. কলকাতা এসএসকেএম(SSKM) হাসপাতাল।

২. কলকাতা বি সি রায় মেমোরিয়াল হাসপাতাল ফর চিল্ড্রেন।

৩. দুর্গাপুর মিশন হাসপাতাল ( Hospital)।

৪. কলকাতা আর এন ট্যাগোর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস।

৫. কলকাতা বি এম বিড়লা হাসপাতাল(BM Birla Hospital)।

৬. কলকাতা আর জি কর মেডিকেল কলেজ।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১. শিশুর আধার কার্ড।

২. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে বাসিন্দার প্রমাণপত্র।

৩. শিশুর অভিভাবকের ভোটার কার্ড।

৪. শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র।

৫. দুটি পাসপোর্ট সাইজের ফটো।

৬. এছাড়াও বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড ।

আবেদন পদ্ধতি

শিশুসাথী প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম শিশু সাথী প্রকল্পের ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে । তার সাথে যাবতীয় ডকুমেন্টের কপি যুক্ত করতে হবে। সম্পূর্ণ আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আবেদনকারীর নিকটবর্তী সার্থকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফর্মটি স্বাস্থ্য কেন্দ্র থেকেই আপনি পেয়ে যাবেন।

Leave a comment