নূন্যতম যোগ্যতায় শেয়ার মার্কেট সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৪,৫০০ টাকা

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। SEBI এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন স্ট্রিম এ কর্মী নিয়োগ করা হবে। তাহলে চলুন আর দেরি না করে তারাতারি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

1.Stream :- General :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 62 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের Master’s Degree/ Post Graduate Diploma করতে হবে।

2. Stream :- Legal :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 5 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আইন নিয়ে স্নাতক ডিগ্রি পাস করতে হবে।

3. Stream :- Information
Technology :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 24 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের ইন্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলার ডিগ্ৰি পাশ করতে হবে।

4. Stream :- Engineering (Electrical) :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 2 টি। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলার ডিগ্ৰি পাস করতে হবে।

5. Stream :- Research :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 2 টি। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের Master’s Degree/ Post Graduate Diploma করতে হবে ইকোনমিক / কর্মাস / বিসনেস নিয়ে।

6. Stream :- Official Language :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 2 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের স্নাতক-এ একটি বিষয় হিসাবে ইংরেজি সহ হিন্দি/হিন্দি অনুবাদে স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের 44,500 টাকা করে সর্বোচ্চ 89,150 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন মূল্য :- UR , OBC EWSs প্রার্থীদের 1000 টাকা ও SC/ST/PwBD প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।

আবেদনের শেষ তারিখ :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা 13/04/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment