চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। SEBI এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন স্ট্রিম এ কর্মী নিয়োগ করা হবে। তাহলে চলুন আর দেরি না করে তারাতারি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
1.Stream :- General :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 62 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের Master’s Degree/ Post Graduate Diploma করতে হবে।
2. Stream :- Legal :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 5 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আইন নিয়ে স্নাতক ডিগ্রি পাস করতে হবে।
3. Stream :- Information
Technology :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 24 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের ইন্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলার ডিগ্ৰি পাশ করতে হবে।
4. Stream :- Engineering (Electrical) :- এই পদের জন্য শূন্য পদ রয়েছে 2 টি। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলার ডিগ্ৰি পাস করতে হবে।
5. Stream :- Research :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 2 টি। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের Master’s Degree/ Post Graduate Diploma করতে হবে ইকোনমিক / কর্মাস / বিসনেস নিয়ে।
6. Stream :- Official Language :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 2 টি। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের স্নাতক-এ একটি বিষয় হিসাবে ইংরেজি সহ হিন্দি/হিন্দি অনুবাদে স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে।
বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে।
বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের 44,500 টাকা করে সর্বোচ্চ 89,150 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন মূল্য :- UR , OBC EWSs প্রার্থীদের 1000 টাকা ও SC/ST/PwBD প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।
আবেদনের শেষ তারিখ :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা 13/04/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE